Logo
×

Follow Us

রাজনীতি

মনোনয়নপত্র প্রত্যাহার করলেন সালমা ইসলাম

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৩, ১৭:৪০

মনোনয়নপত্র প্রত্যাহার করলেন সালমা ইসলাম

সালমা ইসলাম। ছবি- সংগৃহীত

ঢাকা-১৭ আসন থে‌কে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান অ্যাডভো‌কেট সালমা ইসলাম।

আজ রবিবার (১৭ ডিসেম্বর) বিকেল পৌ‌নে ৪টায় সালমা ইসলামের মনোনয়নপত্র প্রত্যাহার করা হয়।

রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে অ্যাড‌ভো‌কেট সালমা ইসলা‌মের প‌ক্ষে তার ব্যক্তিগত সহকারী ইমরানুল ক‌বির সুমন ও যমুনা গ্রু‌পের উপব্যবস্থাপক (প্রশাসন ও মানবসম্পদ) মো. জাহাঙ্গীর আলম ম‌নোনয়নপত্র প্রত্যাহার ক‌রেন।

অ্যাডভোকেট সালমা ইসলাম দুটি আসনে মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দেন। গুলশান-বনানী ও ভাসানটেক এলাকা নিয়ে গঠিত ঢাকা-১৭ এবং ঢাকা-১ (দোহার ও নবাবগঞ্জ) আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দেন তিনি। এরমধ্যে আজ (রোববার) ঢাকা-১৭ আসন থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন অ্যাডভো‌কেট সালমা ইসলাম।

প্রসঙ্গত, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আজ (রোববার) মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫