Logo
×

Follow Us

রাজনীতি

হরতালের সমর্থনে উত্তরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৩, ১৮:২৬

হরতালের সমর্থনে উত্তরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে স্বেচ্ছাসেবক দল। ছবি: সংগৃহীত

সরকারের পদত্যাগের ১ দফা দাবিতে বিএনপি ঘোষিত হরতালের সমর্থনে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তর। 

আজ মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে রাজধানীর উত্তরায় বিক্ষোভ মিছিল করেন সংগঠনের নেতাকর্মীরা।

মিছিলে উপস্থিত ছিলেন- স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ফখরুল ইসলাম রবিন, ঢাকা মহানগর উত্তরের সাবেক সভাপতি গাজী রেজওয়ানুল হোসেন রিয়াজ, সহ-সভাপতি মোস্তফা কামাল হৃদয়, বিমানবন্দর থানার সাবেক আহ্বায়ক মনসুর আহমেদ মাসুম, উত্তরা পূর্ব থানার আহ্বায়ক মো. শহিদুল হক, উত্তরা পশ্চিম থানার সদস্য সচিব মো. হানিফ মিয়া, দক্ষিণখান থানার সদস্য সচিব আবুল বাশার বাদশা, উত্তরা পূর্ব থানার সদস্য সচিব মো. রিপন বেপারী, উত্তরখান থানার সদস্য সচিব মো. তৌহিদুল ইসলাম তানজিম প্রমুখ।

ফখরুল ইসলাম রবিন বলেন, এক দফা দাবি আদায় ও গণতন্ত্র পুনরুত্থান না হওয়া পর্যন্ত  স্বেচ্ছাসেবক দল তারেক রহমানের নির্দেশে রাজপথে থেকে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫