Logo
×

Follow Us

রাজনীতি

আবারও সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মোশাররফকে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৪, ২১:১৭

আবারও সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মোশাররফকে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসন। ফাইল ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসনকে উন্নত চিকিৎসার জন্য আবার সিঙ্গাপুর নেওয়া হচ্ছে।

ঢাকার এভারকেয়ার হাসপাতালের চিকিৎসকদের পরামর্শে আগামীকাল রবিবার (২১ জানুয়ারি) তাকে সিঙ্গাপুরে ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে নেওয়া হচ্ছে। রাত সাড়ে ১১টায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সব প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে।

আজ শনিবার (২০ জানুয়ারি) তার ছোট ছেলে খন্দকার মারুফ হোসেন বলেন, বাবা ব্রেইন হ্যামারেজে আক্রান্ত হয়েছেন। তার শারীরিক অবস্থা ভালো নয়।

খন্দকার মোশাররফ এখন বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালের নিউরো বিশেষজ্ঞ খন্দকার মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে চিকিৎসাধীন।

গত বছরের ১৬ জুন বিএনপির ঘোষিত মহানগর বিএনপি উত্তরের পদযাত্রা কর্মসূচির মধ্যে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

পরে ২৭ জুন তাকে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনির্ভাসিটি হসপিটালে ভর্তি করা হয়। দুই মাসের বেশি সময় চিকিৎসা শেষে গত ৫ সেপ্টেম্বর ঢাকায় ফিরে আসেন। আবার অসুস্থ হলে তাকে গত ৫ ডিসেম্বর তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫