
২০ দলীয় জোটের অন্যতম শরিক খেলাফত মজলিসের নায়েবে আমির পীর মাওলানা সৈয়দ মজিবর রহমান পেশওয়ারী (৭০) মারা গেছেন।
মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেল ৪টায় টাঙ্গাইল মির্জাপুর কুমিদিনী হাসপাতালে মারা তিনি।
দলের অফিস ও প্রচার সম্পাদক আবদুল জলিল রাত এ তথ্য নিশ্চিত করেন।
জোটের সিনিয়র এই নেতার মৃত্যুতে শোক প্রকাশ করেছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য ও জোটের সমন্বয়ক নজরুল ইসলাম খান এক বিবৃতিতে মাওলানা পেশোয়ারীর মৃত্যুতে তার পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
খেলাফত মজলিসের প্রচার বিভাগ জানায়, মাওলানা মজিবর রহমান দীর্ঘদিন ধরে পাকস্থলির সমস্যায় ভুগছিলেন। মঙ্গলবার সকালে তার অবস্থার অবনতি হলে মির্জাপুর কুমিদিনী হাসপাতালে ভর্তি করা হয়।
খেলাফত মজলিসের প্রচার সম্পাদক আবদুল জলিল জানান, মঙ্গলবার এশার নামাজের পর মাওলানা পেশোয়ারীর দাফন হয়েছে। তাকে মির্জাপুরের গোরাইলে তার প্রতিষ্ঠিত মসজিদ-মাদ্রাসা প্রাঙ্গণে জানাজা শেষে গোরাইলস্থ পারিবারিক গোরস্তানে তার বাবা-মায়ের কবরের পাশে তাকে দাফন করা হবে।