Logo
×

Follow Us

রাজনীতি

বিএনপি গুম-খুন নিয়ে মিথ্যাচার করছে: কাদের

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:১৩

বিএনপি গুম-খুন নিয়ে মিথ্যাচার করছে: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দাবি করে বলেছেন, বিএনপি গুম-খুন নিয়ে তথ্য-উপাত্ত ছাড়া মিথ্যাচার করছে। একই সঙ্গে দেশ বাঁচাও আন্দোলনের নামে তারা দেশকে ধ্বংস করার পাঁয়তারা করছে বলেও মন্তব্য করেছেন তিনি।

আজ মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক বিফ্রিংয়ে এসব কথা বলেন দলের সাধারণ সম্পাদক।

কাদের বলেন, আমাদের দেশে বিএনপির নেতৃত্বে বিরোধী দল ক্রমাগত মিথ্যাচার এবং গুজবের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করার অপকৌশল চালিয়ে যাচ্ছে। বিএনপি বলে, ১৩ জনকে জেলখানায় মেরে ফেলা হয়েছে। জেলখানায় যারা আছেন তারাও মানুষ। তাদেরও মৃত্যু হতে পারে। জেলে বন্দি অবস্থায় মৃত্যু হবে না, সে কথা তারা বলে কী করে? জেলে যারা মারা গেছেন, তাদেরকে নিজেদের নেতাকর্মী দাবি করে বিএনপি। তাহলে কারা মারা গেছেন সেই তালিকা প্রকাশ করুক তারা।

এ সময় আরও উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, প্রচার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন, উপ-দপ্তর সায়েম খান, কার্যনির্বাহী সদস্য সাহাবুদ্দিন ফরাজী, মারুফা আক্তার পপিসহ অন্যান্যরা।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫