
জাতীয় পার্টির লোগো। ছবি- সংগৃহীত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়ন দিয়েছে জাতীয় পার্টি। দলটির পক্ষ থেকে সালমা ইসলাম ও নূরুর নাহার বেগমকে মনোনয়ন দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে দলটির যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলমের স্বাক্ষর করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে জাতীয় পার্টির পার্লামেন্টারি বোর্ড সালমা ইসলাম ও নূরুন নাহারকে মনোনয়ন প্রদান করেছে।
উল্লেখ্য, গতকাল বুধবার ৪৮টি আসনে প্রার্থী চূড়ান্ত করে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। দলটির প্রার্থীর চূড়ান্ত তালিকায় বেশির ভাগই নতুন মুখ। তবে বিগত সংসদের সাত নারী সংসদ সদস্যকে এবারও দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে।