Logo
×

Follow Us

রাজনীতি

আ.স.ম আবদুর রবকে দেখতে গেলেন মির্জা ফখরুল

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩ মে ২০২৪, ২০:৩০

আ.স.ম আবদুর রবকে দেখতে গেলেন মির্জা ফখরুল

আ.স.ম আবদুর রবকে দেখতে গেলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

বিএনপির যুগপৎ আন্দোলনের সঙ্গী জেএসডির সভাপতি আ.স.ম আব্দুর রবকে দেখতে গিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ সোমবার (১৩ মে) সন্ধ্যায় রবের উত্তরার বাসায় দেখতে যান তিনি।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, আ.স.ম আব্দুর রবের শারীরিক অবস্থার খোঁজ-খবর নিতে বাসায় গিয়েছিলেন মির্জা ফখরুল ইসলাম। এর বাইরে আরও নানা বিষয় নিয়ে কথা বলেন তারা।

বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত হয়ে আ.স.ম রব দীর্ঘদিন রাজনীতিতে সক্রিয় নেই। দলের নেতাকর্মীরা তার সঙ্গে সাক্ষাৎ করতে বাসায় যান।

এসময় উপস্থিত ছিলেন রবের স্ত্রী জেএসডির সহ-সভাপতি তানিয়া রব, বিএনপির মিডিয়া সেলের সদস্য জহির উদ্দিন স্বপন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫