
বিএনপির লোগো
দল বিরোধী চক্রান্ত ও বিশৃঙ্খলা সৃষ্টির সুস্পষ্ট অভিযোগে কুমিল্লা উত্তর জেলাধীন দাউদকান্দি উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেনকে বহিষ্কার করা হয়েছে।
আজ মঙ্গলবার (২১ মে) গণমাধ্যমে বিএনপির সহ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মো. তাইফুল ইসলাম টিপুর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দল বিরোধী চক্রান্ত, শৃঙ্খলা ভঙ্গ ও বিশৃঙ্খলা সৃষ্টির সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে কুমিল্লা উত্তর জেলাধীন দাউদকান্দি উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেনকে দলীয় গঠনতন্ত্র মোতাবেক বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।