Logo
×

Follow Us

রাজনীতি

বর্তমান সরকার দুর্নীতিবাজদের আখড়ায় পরিণত হয়েছে: নিতাই রায়

Icon

মাগুরা প্রতিনিধি

প্রকাশ: ১৩ জুলাই ২০২৪, ১৯:৩৪

বর্তমান সরকার দুর্নীতিবাজদের আখড়ায় পরিণত হয়েছে: নিতাই রায়

বক্তব্য রাখছেন বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী। ছবি: মাগুরা প্রতিনিধি

বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী বলেন, বর্তমান সরকার দুর্নীতিবাজদের আখড়ায় পরিণত হয়েছে। যার প্রমাণ বেনজীরের সম্পদের পাহাড়, মতিউর রহমানের ছাগল কাণ্ড, পিএসসির প্রশ্নসহ আরো অনেক কিছু। এই সরকারের আমলে সরকারি আমলারা কোটি কোট টাকার পাহাড় গড়ছে। সর্বশেষ কোঠা বিরোধী আন্দোলনে ছাত্ররা লেখা পড়া ছেড়ে রাজ পথে নেমেছে। খেটে খাওয়া কৃষকরা আছে বলেই দেশ এখনো বেঁচে আছে। ছাত্র-কৃষকরা যখন রাস্তা বেরিয়ে আসবে তখন এই সরকার পালানোর জায়গা খুঁজে পাবে না। তারেক রহমান দেশে আসার কথা শুনলে সরকার ভয় পায়।

দলীয় চেয়ারম্যান বেগম খালেদা জিয়ার মুক্তি, তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার, গণতন্ত্র ও ভোটের অধিকার আদায় শীর্ষক জেলা জাতীয়তাবাদী কৃষক দলের মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী এ কথা বলেন।

আজ শনিবার (১৩ জুলাই) দুপুরে ফাতেমা কমিউনিটি সেন্টারে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। নিতাই রায় চৌধুরী মাগুরা জেলার যে সব বিএনপির দলীয় নেতাকর্মী বিভিন্ন মামলায় জেল হাজতে রয়েছে তাদের মুক্তি দাবি করেন।

জেলা বিএনপির সভাপতি আলী আহমেদের সভাপতিত্বে মত বিনিময় সভায় কেন্দ্রীয় বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইউসুফ আলী মোল্ল্যা, কৃষকদল খুলনার সাংগঠনিক সম্পাদক ওসমান আলী বিশ্বাস,জেলা বিএনপি নেতা মোনোয়ার হোসেন খান, বিএনপির ও অঙ্গ সংগঠনের জেলা উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫