Logo
×

Follow Us

রাজনীতি

সিঙ্গাপুরের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন মেয়র তাপস

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৪, ১৩:২৫

সিঙ্গাপুরের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন মেয়র তাপস

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস।

সিঙ্গাপুরের উদ্দেশ্যে গতকাল শুক্রবার (২ আগস্ট) রাতে ঢাকা ছেড়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস। কিন্তু সুনির্দিষ্ট কি কারণে তিনি সিঙ্গাপুর গিয়েছেন সে বিষয়ে জানা যায় নি।

সম্প্রতি দ্বিতীয় দফায় কোটা সংস্কার আন্দোলন আবার জোরালো হয়ে উঠছে। এ আন্দোলনে নানা সুযোগসন্ধানী পক্ষ ঢুকে আওয়ামী লীগ সরকারকে বেকায়দায় ফেলতে চেষ্টা করছে বলে মনে করছেন অনেকেই। এমন অবস্থায় মেয়র তাপসের ঢাকা ত্যাগ নিয়ে নানামুখী প্রশ্ন উঠেছে। 

এর আগে ছাত্রদের কোটা আন্দোলন ও দেশের পরিস্থিতি সহিংস হওয়ার মধ্যেই কোনো কোনো মন্ত্রী-এমপি দেশ ছেড়েছিলেন।  গত ১৪ জুলাই থেকে ১৭ জুলাইয়ের মধ্যে দেশের পরিস্থিতি নাজুক দেখে বিদেশ থেকে ফ্লাইটের টিকিট কেটে ঢাকা ছাড়েন অনেক প্রভাবশালী এমপি-মন্ত্রী। তারা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, ভারত, থাইল্যান্ড, চীন ও দুবাই পাড়ি জমান। 

এমন পরিস্থিতিকে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন বিশিষ্টজনেরা। আওয়ামী লীগ দলীয় সূত্রগুলো জানিয়েছে, দেশের এই টালমাটাল পরিস্থিতির মধ্যে তাদের এই বিদেশযাত্রা নিয়ে সরকারি দলের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া রয়েছে। আওয়ামী লীগের সভায় এদের নাম নিয়েও তুমুল হইচই হয়।

উল্লেখ্য, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মুজিব বাহিনীর অধিনায়ক শহীদ শেখ ফজলুল হক মনির ছোট ছেলে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে তিনি ২০২০ সালে দায়িত্বভার গ্রহণ করেন। এরআগে তাপস জাতীয় সংসদের ঢাকা-১০ আসনে আওয়ামী লীগের এমপি ছিলেন।


সূত্র: বাংলা ইনসাইডার, প্রতিদিনের সংবাদ

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫