Logo
×

Follow Us

রাজনীতি

পল্টনের সমাবেশে বিএনপির নেতাকর্মীদের ঢল

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৪, ১৪:৪৩

পল্টনের সমাবেশে বিএনপির নেতাকর্মীদের ঢল

সমাবেশ স্থলে বিএনপির নেতাকর্মীদের ঢল। ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ সরকারের পতনের পর নয়াপল্টনে বিএনপির প্রথম সমাবেশ আজ । কেন্দ্র ঘোষিত সমাবেশকে ঘিরে নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা।

আজ বুধবার (৭ আগস্ট) সকাল থেকে মিছিল নিয়ে সমাবেশ স্থলে আসতে শুরু করে নেতাকর্মীরা।

সকাল থেকেই ঢাকার বিভিন্ন ওয়ার্ড ও থানা থেকে নেতাকর্মীদের মিছিল নিয়ে আসতে দেখা গেছে। এরই মধ্যে প্রস্তুত করা হয়েছে মঞ্চ।

এদিকে, সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টনের আশেপাশে এলাকায় লাগানো হয়েছে মাইক।

দুপুর ২টা থেকে এ সমাবেশ শুরু হয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়াও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখবেন।

শেখ হাসিনা সরকারের পতনের আগে বিএনপির সমাবেশে আসতে যেমন বাধা-হয়রানির মুখে পড়তেন নেতাকর্মীরা; আজ তার ব্যতিক্রম।

এদিকে, সমাবেশ ঘিরে নয়াপল্টন ও এর আশপাশে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য দেখা যায়নি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫