Logo
×

Follow Us

রাজনীতি

অর্থনীতিকে এগিয়ে নিতে জাতিসংঘের আলোচনা অব্যাহত থাকবে

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৪, ১৩:০৮

অর্থনীতিকে এগিয়ে নিতে জাতিসংঘের আলোচনা অব্যাহত থাকবে

বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠক।

জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস বলেছেন, বাংলাদেশের চলমান সহিংসতা বন্ধের পাশাপাশি অর্থনীতিকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় এ বিষয়ে আলোচনা অব্যাহত রাখবে জাতিসংঘ।

আজ শুক্রবার (৯ আগস্ট) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলটির সঙ্গে বৈঠক শেষে একথা বলেন তিনি।

গোয়েন লুইস বলেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সমর্থন রয়েছে জাতিসংঘের। এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, আগামীর বাংলাদেশ কিভাবে গড়ে তোলা হবে এসব বিষয়ে উন্নয়ন অংশীদার হিসেবে জাতিসংঘের সঙ্গে আলোচনা হয়েছে। 

বাংলাদেশের মানবাধিকার ও গণতন্ত্র নিয়ে উন্নয়ন সহযোগীদের শঙ্কা কেটে গেছে বলেও দাবি করেন বিএনপির এই নেতা।

প্রায় সোয়ার ঘণ্টার বৈঠক আমির খসরু মাহমুদ চৌধুরী ও গুয়েন লুইস ছাড়াও ঢাকাস্থ জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষজ্ঞ হুমা খান আর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সাংগঠনিক সম্পাদক আন্তর্জাতিক বিষয় কমিটি সদস্য শামা ওবায়েদ অংশ নেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫