
আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। ফাইল ছবি
গত ৫ আগস্ট গণঅভ্যূত্থানে শেখ হাসিনা সরকারের পতন হয়। শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন। এরপর বেশ কয়েকদিন পার হয়ে গেলেও তিনি কোনো বক্তব্য দেননি। কিন্তু দেশের পরিস্থিতি নিয়ে তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের কিছু বক্তব্য মিডিয়াতে প্রচার হয়। তবে অবশেষে তিনি মুখ খুললেন।
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা গতকাল শনিবার (১১ আগস্ট) তার দলের নেতা-কর্মীদের উদ্দেশে একটি বার্তা দিয়েছেন। এই বার্তায় তিনি ’ষড়যন্ত্রকারীরা দেশকে অস্থির করেছে’ মর্মে অভিযোগ করেন। বার্তাটি ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্ট দেখতে পেয়েছে। দ্য প্রিন্টের বরাতে আনন্দবাজার একটি প্রতিবেদন প্রকাশ করেছে। আজ রবিবার (১১ আগস্ট) ভারতের পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম আনন্দবাজার ইংরেজী পত্রিকা দ্য প্রিন্টের বরাতে জানান, ‘আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, ছাত্রদের নিষ্পাপ মনোভাবের সুযোগ নিয়ে ষড়যন্ত্রকারীরা দেশকে অস্থির করেছে।’
আনন্দবাজার দ্য প্রিন্টের বরাতে আরও জানায়, ‘বাংলাদেশের ছাত্রদের শেখ হাসিনা জানাতে চান, তাদের কাউকে তিনি রাজাকার বলেননি। বরং তার মন্তব্যকে বিকৃত করে ছাত্রদের উত্তেজিত করা হয়েছে। সে দিনের পূর্ণ ভিডিওটি তিনি আবার দেখতে দেশবাসীকে আহ্বান জানিয়েছেন।’
দ্য প্রিন্টের দাবি, ‘ভারতে পৌঁছে হাসিনার সঙ্গে যাদের কথা হয়েছে, সেই সূত্রে জানানো হয়েছে, যাতে ‘লাশের মিছিল’ দেখতে না হয়, তাই পদত্যাগ করতে বাধ্য হয়েছেন তিনি।’
আনন্দবাজার আরও জানায়, ‘নয়াদিল্লির এই অজ্ঞাতবাসে তিনি তার ঘনিষ্ঠ জনের সঙ্গে কথায়, আমেরিকাকে সরাসরি দায়ী করেছেন বাংলাদেশের পরিস্থিতি এবং আওয়ামী লীগ সরকারকে 'অন্যায়ভাবে' ক্ষমতাচ্যুত করার জন্য।’