এ ইতিহাস থেকে জাতি শিক্ষা নিবে: অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৪, ২২:২৬

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। ছবি: পিরোজপুর প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, এ ইতিহাস থেকে জাতি শিক্ষা নিবে শেখ হাসিনা কিভাবে হায়েনার মতো মানুষের ওপর নির্যাতন, নিষ্পেষণ ও শোষণ চালিয়েছিল। গুম, খুন, অপহরণ ও আয়নাঘরের মাধ্যমে মানুষের নাভিশ্বাস উঠেছিল হাসিনা সরকারের বিরুদ্ধে। সেই গণঅভিশাপে এবং আন্দোলনের মুখে তিনি দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন।
আজ মঙ্গলবার (২৭ আগস্ট) বেলা ১২টায় পিরোজপুর সার্কিট হাউজ মিলনায়তনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান ও জামায়াতে ইসলামীর পিরোজপুর জেলা শাখার দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক মিয়া গোলাদর পরওয়ার বলেন, দেশের ক্রান্তিলগ্নে ছাত্ররাই তাজা রক্ত দিয়ে দ্বিতীয়বার দেশ স্বাধীন করেছে। আমরা ওই সব শহীদ পরিবারের পাশে আছি। যারা সন্তান হারিয়েছেন, স্বামী হারিয়েছেন, ভাই হারিয়েছেন তারা হাহাকার না করে মৃত্যু অনিবার্য সেটা মানতে হবে। বুকের কষ্টকে পাথর চাপা দিয়ে আল্লাহর কাছে দোয়া করতে হবে। যাতে শহীদদেরকে আল্লাহ জান্নাতের উচ্চমাকাম দান করেন। আপনারা (অভিভাবক) সৌভাগ্যবান, আপনাদের সন্তানরা শাহাদাত বরণ করেছেন। আপনিও গর্বিত শহীদ পরিবারের সদস্য।
এ সময় বিশেষ অতিথি ছিলেন, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল এবং বরিশাল অঞ্চলের পরিচালক অ্যাডভোকেট মুয়াজজম হোসেন হেলাল, পিরোজপুর সাঈদী ফাউন্ডেশনের চেয়ারম্যান শামীম সাঈদী ও ইন্দুরকানী উপজেলার সাবেক চেয়ারম্যান মাসুদ সাঈদী।
জেলা জামায়াতের আমির অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদের সভাপতিত্বে সভায় সেক্রেটারী অধ্যক্ষ জহিরুল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা নায়েবে আমীর আব্দুর রব ও জামায়াতের ঢাকা দক্ষিণের ব্যবসায়ী সংগঠনের ভাইস প্রেসিডেন্ট শেখ নেয়ামুল করিম প্রমুখ।
এ সময় মঠবাড়িয়ার মুজিবুর রহমানের ছেলে শহীদ মো: মামুন খন্দকার এবং আব্দুল মজিদ কালা মিয়ার ছেলে শহীদ বাদশা মিয়া, ভান্ডারিয়ার সোবাহান হাওলাদারের ছেলে মো: এমদাদুল হক ও মোশাররফ হোসেন ফকিরের ছেলে মো: রফিকুল ইসলাম মিঠুর পরিবারের মাঝে ৮ লাখ টাকার আর্থিক সহায়তা দেওয়া হয়।