Logo
×

Follow Us

রাজনীতি

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে ডাক পায়নি যেসব দল

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৪, ১৭:২০

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে ডাক পায়নি যেসব দল

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা। ফাইল ছবি

অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেয়ার চার সপ্তাহ পর নির্বাচন করা নিয়ে রাজনৈতিক দল এবং জোটের সঙ্গে মতবিনিময়ে বসছেন ড. মুহাম্মদ ইউনূস। আজ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের জন্য ডাক পেয়েছেন  সাতটি দলের নেতারা। আর বৈঠকে ডাক পাননি ১৪টি দল।

আজ শনিবার (৩১ আগস্ট) সরকারপ্রধানের কার্যালয় যমুনায় অনুষ্ঠিত হচ্ছে এ বৈঠক। বিকেল ৩টায় শুরু হওয়া এই বৈঠক চলবে রাত ৮টা পর্যন্ত।

মতবিনিময় সভায় যেসব দল ডাক পায়নি-

বাংলাদেশ আওয়ামী লীগ, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), বাংলাদেশের সাম্যবাদী দল, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, গণতন্ত্রী পার্টি, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ তরিকত ফেডারেশন, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম, তৃণমূল বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন-বিএনএম ও বাংলাদেশ সুপ্রিম পার্টিসহ (বিএসপি) আরও কয়েকটি দল।

উল্লেখ্য, তবে গত ১২ আগস্ট বিএনপি, জামায়াতে ইসলামীসহ কয়েকটি দল ড. ইউনূসের সঙ্গে বৈঠক করায় এবার তাদের ডাকা হয়নি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫