Logo
×

Follow Us

রাজনীতি

দলীয় নির্দেশ অমান্য করে বিএনপির কেন্দ্রীয় নেতার শোডাউন

Icon

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৪, ১৮:৫৮

দলীয় নির্দেশ অমান্য করে বিএনপির কেন্দ্রীয় নেতার শোডাউন

নোয়াখালীর কবিরহাটে বিএনপি নেতা আবেদের মোটরসাইকেল শোডাউনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছবি: নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর কবিরহাটে এক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় নির্দেশনা অমান্য করে মোটরসাইকেল শোডাউন করার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে এ শোডাউন করেন দলটির কেন্দ্রীয় সংসদের সহ-পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক বজলুল করিম চৌধুরী আবেদ। এতে প্রায় অর্ধশতাধিক মোটরসাইকেল অংশ নেয়। বিষয়টি নিয়ে ক্ষোভ জানিয়েছেন স্থানীয় নেতাকর্মীরা।

দলের স্থানীয় সূত্রে জানা গেছে, আবেদকে কয়েকদিন আগে নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনে বিএনপির সাংগঠনিক স্বমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়। এরপর থেকে তার অনুসারীরা তিনদিন ধরে কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলায় মিছিল নিয়ে শোডাউন করেছেন। 

স্থানীয়রা জানান, গতকাল বিকেলেও আবেদ মোটরসাইকেল শোডাউন করে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে যান। এতে গ্রামীণ সড়ক ও বাজারে যানজট তৈরি হয়। ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।  

নাম প্রকাশে অনিচ্ছুক জেলা বিএনপির এক নেতা জানান, দেশের চলমান পরিস্থিতিতে নেতাকর্মীদের মোটরসাইকেল বহর বা অন্য কোনো যানবাহনে শোডাউন না করতে নির্দেশনা রয়েছে। গত ৮ সেপ্টেম্বর তৃণমূলসহ সব পর্যায়ের কমিটির কাছে এ সংক্রান্ত চিঠি পাঠায় বিএনপি। আবেদের মতো সিনিয়র নেতারা সিদ্ধান্ত অমান্য করলে তৃণমূলে বিএনপির রাজনীতি ক্ষতিগ্রস্ত হবে।  

অভিযোগের বিষয়ে বজলুল করিম চৌধুরী আবেদ বলেন, আমাদের পূজামণ্ডপ পরিদর্শন চলছে। স্বাভাবিকভাবে নেতাকর্মীরা পূজামণ্ডপে যাওয়ার সময় পরিবহন ব্যবহার করেছে। এটা কোনো মোটরসাইকেল শোডাউন বা শোভাযাত্রা না। কোনো ব্যক্তির শোডাউন হচ্ছে না। দলীয় নির্দেশনা অনুযায়ী আমরা সনাতন ধর্মালম্বী ভাইদের শুভেচ্ছা জানানোর জন্য যাচ্ছি।

বিষয়টি নিয়ে বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীমের সঙ্গে যোগাযোগ করা হয়। তবে তিনি বলেন, এ বিষয়ে পরে কথা বলব।


Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫