হাইকোর্টের সামনে বিক্ষোভ করবে জাতীয় নাগরিক কমিটি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৪, ১১:১২

জাতীয় নাগরিক কমিটির লোগো।
দ্রুত আওয়ামী লীগপন্থী বিচারপতিদের অপসারণ দাবিতে বিক্ষোভ করার ঘোষণা জাতীয় নাগরিক কমিটির।
আজ বুধবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় হাইকোর্টের সামনে বিক্ষোভের ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক কমিটি।
তাদের দাবি, ফ্যাসিবাদের দোসর বিচারপতিদের অনতিবিলম্বে অপসারণ করতে হবে। এছাড়া আদালত প্রাঙ্গণে গণহত্যাকারী আওয়ামী ফ্যাসিস্টদের আস্ফালনের প্রতিবাদে এ বিক্ষোভ সমাবেশ করবে বলা জানা গেছে।