পল্টনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির কর্মসূচি

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৪, ১১:৪০

জাতীয় নাগরিক কমিটি। ফাইল ছবি
রাজধানীর পুরানা পল্টনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি এক কর্মসূচি আয়োজন করেছে। এছাড়া বাম গণতান্ত্রিক জোটের সাথে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বৈঠক হওয়ার কথা রয়েছে।
আজ মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুর ১২টায় পুরানা পল্টনের মুক্তি ভবনে এ কর্মসূচি পালিত হবে।
বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় নাগরিক কমিটির পলিটিক্যাল অ্যাফেয়ার্স সেক্রেটারি আরিফুল ইসলাম আদীব।