Logo
×

Follow Us

রাজনীতি

‘মানুষ মেরে লাশের ওপর নৃত্য করে আ.লীগ ইতিহাস সৃষ্টি করেছে’

Icon

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৪, ১৯:৩৯

‘মানুষ মেরে লাশের ওপর নৃত্য করে আ.লীগ ইতিহাস সৃষ্টি করেছে’

মাসুদ সাঈদী। ছবি: পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুর-১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সাবেক ইন্দুরকানী উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী বলেছেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর লগি-বৈঠা নিয়ে ঢাকার রাজপথে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের যেভাবে হত্যা করা হয়েছিল, শুধু হত্যা করে ক্ষান্ত হইনি, লাশের উপরে নৃত্য করেছিল আওয়ামী লীগ। আওয়ামী লীগের ইতিহাসে এ একটি জঘন্যতম হত্যার ইতিহাস।

গতকাল সোমবার (২৮ অক্টোবর) বিকেলে পিরোজপুর টাউন ক্লাব মাঠে রক্তাক্ত ২৮ অক্টোবর গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে জামায়াতে ইসলামীর জেলা শাখার আয়োজনে জেলা আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদের সভাপতিত্বে মাসুদ সাঈদী এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা ১৭ বছর খুনি শেখ হাসিনা জালিমের নেতৃত্বে ছিলাম। খুনি হাসিনা বাংলাদেশ এবং দেশের গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী গত ১৭ বছর জুলুম, নির্যাতন, অত্যাচার, জেল, ফাঁসি সয়ে শেখ হাসিনার জুলুমের বিষয়ে আন্দোলন ও  সংগ্রাম করেছে।

তিনি আরও বলেন, পিরোজপুরের কৃতি সন্তান কেন্দ্রীয় ছাত্রশিবিরের নেতা আল মোকাদ্দাস ১২ বছর গুম হয়েছে, আমরা তাকে ফিরে পেতে চাই। ১৯৮১ সালে শেখ হাসিনা দিল্লি থেকে বাংলাদেশে এসেছিল ষড়যন্ত্র করার এক মিশন নিয়ে। তার সকল ষড়যন্ত্র বাস্তবায়ন করে, বাংলাদেশের গণতন্ত্র ও ইসলামকে ধ্বংস করে ২০২৪ সালে শেখ হাসিনা আবার ভারতের দিল্লিতে চলে গেছেন। আওয়ামী লীগ মানেই ভারতের গোলাম।

সমাবেশে আরও বক্তব্য দেন- কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও বরিশাল অঞ্চল টিম সদস্য এ কে এম ফখরুদ্দিন খান রাযী, জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুর রব, সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক, ছাত্রশিবিরের সভাপতি মেহেদী হাসান, ইন্দুরকানী উপজেলা আমির মাওলানা মো. আলী হোসেন ও নাজিরপুর উপজেলা আমীর আব্দুর রাজ্জাক প্রমুখ। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫