‘আ.লীগের সঙ্গে যাদের আঁতাত ছিল তাদের জায়গা দলে হবে না’

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৪, ২২:১৪
-6723acfae2d68.jpg)
ঝিনাইদহে বিএনপির তিন অঙ্গসংগঠনের যৌথ কর্মীসভা। ছবি- প্রতিনিধি
দীর্ঘ ১৬ বছর যারা আওয়ামী লীগের দোসরদের সঙ্গে আঁতাত করে চলেছেন তাদের জায়গা দলে হবে না বলে জানিয়েছেন ঝিনাইদহ বিএনপির নেতাকর্মীরা।
ঝিনাইদহে বিএনপির তিন অঙ্গসংগঠনের সাম্য ও মানবিক সমাজ বিনির্মানে দিকনিদের্শনা মূলক যৌথ কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেলে শহরের জোহান পার্কের মিলনাতায়নে এ কর্মী সভার আয়োজন করে জেলা যুবদল, সেচ্ছাসেবকদল ও ছাত্রদল।
বক্তারা বলেন, দীর্ঘ ১৬ বছর যারা আওয়ামী লীগের দোসরদের সঙ্গে আঁতাত করে চলেছেন তাদের জায়গা দলে হবে না। আন্দোলন সংগ্রামে অনেকের খুজে পাওয়া যায়নি। কিন্তু এখন তারা দলে ভীড় করে বিভিন্ন কুকর্ম করে দলের মান ক্ষুন্ন করছে। তাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহবান জানান তারা।
এসময় কেন্দ্রীয় কমিটির যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, সেচ্ছাসেবকদলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।