গণঅভ্যুত্থানে শহীদ-আহতদের স্মরণে প্রেসক্লাবে স্মরণসভা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৪, ১৮:৪৫

ছবি: সংগৃহীত
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের স্মৃতিচারণ অনুষ্ঠান 'স্ফুলিঙ্গ থেকে দাবানল : জুলাই গণঅভ্যুত্থান'- এর আয়োজন করেছে জাতীয় মুক্তি কাউন্সিলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ।
আগামীকাল শুক্রবার (১৫ নভেম্বর) সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের (দ্বিতীয় তলায়) মানিক মিয়া হলে এ স্মরণসভা অনুষ্ঠিত হবে।
স্মরণসভায় স্মৃতিচারণ করবেন অভ্যুত্থানে নিহত ও আহত পরিবারের সদস্যগণ এবং অভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র শ্রমিক জনতা।
স্মৃতিচারণ অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি, বিশিষ্ট মার্কসবাদী লেনিনবাদী রাজনীতিক চিন্তাবিদ বদরুদ্দীন উমর।