Logo
×

Follow Us

রাজনীতি

যৌথসভা ডেকেছে বিএনপি

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৪, ১৩:০৭

যৌথসভা ডেকেছে বিএনপি

বিএনপির লোগো

আজ এক যৌথসভা আহ্বান করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সব ঠিক থাকলে বিকেল ৪টায় নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিএনপির সহ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মো. তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, যৌথসভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক ও সদস্যসচিব, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক ও সদস্যসচিব, অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি, আহবায়ক, সাধারণ সম্পাদক ও সদস্যসচিবরা উপস্থিত থাকবেন।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সভা শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫