-67cc6969ed37b.jpg)
আরিফুল ইসলাম আরিফ। ছবি- সংগৃহীত
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহদপ্তর সম্পাদক হিসেবে আরিফুল ইসলাম আরিফ (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা) এবং মো. নাজমুচ্ছাকিবকে (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা) মনোনীত করা হয়েছে।
শনিবার (৮ মার্চ) সন্ধ্যায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
আরিফুল ইসলাম আরিফ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহসাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী ছাত্রদল ঢাবি শাখার সাবেক সদস্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হল শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রাক্তন ছাত্র আরিফের বাড়ি ঢাকার ধামরাই উপজেলায়। তিনি ঢাকা ইউনিভার্সিটি ধামরাই স্টুডেন্টস ফোরামের (ডিইউডিএসএফ) প্রতিষ্ঠাতা সভাপতি ও উপদেষ্টা।
উল্লেখ্য, গত বছরের ১৫ জুন কেন্দ্রীয় ছাত্রদলের ২৬০ সদস্যবিশিষ্ট আংশিক পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন করেছিল বিএনপি। সেই কমিটিতে তিনটি পদ ফাঁকা ছিল। এর মধ্যে দুটি পদ পূরণ করা হলো।