Logo
×

Follow Us

রাজনীতি

আ. লীগ নিষিদ্ধ নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যের নিন্দা এনসিপির

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১ মার্চ ২০২৫, ২২:০৭

আ. লীগ নিষিদ্ধ নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যের নিন্দা এনসিপির

শুক্রবার দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে জাতীয় নাগরিক পার্টি। ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ নিয়ে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের বক্তব্যের নিন্দা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি। তারা বলেছে, দল হিসেবে আওয়ামী লীগ ফিরিয়ে আনার যেকোনো চেষ্টা প্রতিহত করা হবে।

শুক্রবার রাতে রাজধানীর বাংলামোটরে এনসিপি জরুররি সংবাদ সম্মেলন করে দলটি।

সংবাদ সম্মেলনে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম লিখিত বক্তব্য পড়েন।

আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে অন্তর্বর্তী সরকারের কোনো পরিকল্পনা নেই বলে বৃহস্পতিবার জানিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের (আইসিজি) প্রেসিডেন্ট ও সিইও কমফোর্ট ইরোর নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে আলোচনার সময় তিনি সরকারের এ অবস্থানের কথা তুলে ধরেন।

তার এই বক্তব্যে পর আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিভিন্ন সংগঠন শুক্রবার কর্মসূচি পালন করেছে। এনসিপির নেতারাও সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ ছেড়ে আসা নাহিদ সরকারপ্রধানের বক্তব্যকে ‘অনাকাঙ্ক্ষিত’ আখ্যা দিয়ে নিন্দা জানান। তিনি বলেন, “পিলখানা হত্যাকাণ্ড, শাপলা হত্যাকাণ্ড, আগ্রাসনবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ড, গুম-ক্রসফায়ার, ভোট ডাকাতিসহ জুলাই হত্যাকাণ্ডের বিচার কার্যকর অগ্রগতি না ঘটিয়ে এ ধরনের মন্তব্য করা দায়িত্বশীল পদে থাকা ব্যক্তির জন্য শোভন নয়।”

আওয়ামী লীগকে ‘মাফিয়াগোষ্ঠী’ হিসেবে অভিহিত করে দলটিকে রাজনীতিতে ফেরানোর যেকোনো প্রচেষ্টাকে প্রতিহত করার অঙ্গীকার করে এনসিপি।

নাহিদ ইসলাম বলেন, “এনসিপি জুলাই গণহত্যাসহ বিগত ফ্যাসিবাদী শাসনামলে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচার নিশ্চিত করতে চায়। সেই বিচারের প্রক্রিয়া চলাকালীন সময়েই আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে।”

নাহিদ বলেন, “দল হিসেবে আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনার যেকোনো প্রচেষ্টা ফ্যাসিস্টদের পুনর্বাসনের শামিল। দায় স্বীকার, অনুশোচনা, পাপমোচন এবং বিচার ছাড়া আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ থাকা উচিত নয়।”

এনসিপি আহ্বায়ক বলেন, “আওয়ামী লীগ কোনো গণতান্ত্রিক রাজনৈতিক দল নয়, বরং এটি একটি ফ্যাসিবাদী সংগঠন। দলটি ভোটের মাধ্যমে পরাজিত হয়নি; বরং সাংগঠনিকভাবে পরিকল্পিতভাবে বাংলাদেশে গণহত্যা চালিয়েছে। জনগণের নজিরবিহীন ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী ফ্যাসিবাদী শাসনের পতন হয়েছে। ফলে বর্তমানে দলটি গণতান্ত্রিক কাঠামোর বাইরে অবস্থান করছে।”

আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার নেই উল্লেখ করে লিখিত বক্তব্যে বলা হয়, “৩৬শে জুলাই বাংলাদেশের জনগণ আওয়ামী লীগ ও তাদের মতাদর্শের বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়েছে। তাই দল হিসেবে আওয়ামী লীগ এখন আর রাজনীতি করার অধিকার রাখে না। বিচার প্রক্রিয়া চলাকালীন সময়ে আওয়ামী লীগ এবং তাদের সহযোগী সংগঠনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করতে হবে।”

জাতীয় নাগরিক পার্টি ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “আওয়ামী লীগের বিরুদ্ধে সিদ্ধান্ত নিতে রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে ‘জুলাই সনদ’ ঘোষণা করতে হবে।”

এনসিপি বলেছে, আওয়ামী লীগের অপরাধের বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত দলটির রাজনীতিতে ফেরার কোনো সুযোগ নেই।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, মূখ্যসংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, মূখ্যসংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী নাসিরুদ্দিন পাটোয়ারী, সামান্তা শারমিন, তাসনিম জারা উপস্থিত ছিলেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫