Logo
×

Follow Us

রাজনীতি

ক্ষমতায় এলে বিদেশি বিনিয়োগকারীদের ‘সকল সুযোগ-সুবিধা’ দেবে বিএনপি: আমির খসরু

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৫, ১০:৩১

ক্ষমতায় এলে বিদেশি বিনিয়োগকারীদের ‘সকল সুযোগ-সুবিধা’ দেবে বিএনপি: আমির খসরু

বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত ‘ইনভেস্টমেন্ট সামিট ২০২৫’-এ গণমাধ্যমের সাথে কথা বলছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী

ক্ষমতায় গেলে বিদেশি বিনিয়োগকারীদের জন্য ‘সব ধরনের সুযোগ-সুবিধা’ দেওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার রাজধানীর বনানীর হোটেল সারিনায় বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত ‘ইনভেস্টমেন্ট সামিট ২০২৫’-এ অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এই সম্মেলনে দেশি-বিদেশি বিনিয়োগকারী, অর্থনৈতিক বিশ্লেষক ও নীতিনির্ধারকেরা অংশ নেন। বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ, সুযোগ ও চ্যালেঞ্জ নিয়ে মতবিনিময়ের এই আয়োজন চলে দুই দিনব্যাপী।

বিডা বলছে, এই সামিটের লক্ষ্য হচ্ছে বাংলাদেশের দীর্ঘমেয়াদি বিনিয়োগ সম্ভাবনার চিত্র তুলে ধরা এবং বিনিয়োগকারীদের সঙ্গে সরাসরি সংলাপ তৈরি করা।

এ প্রসঙ্গে আমির খসরু বলেন, “ভবিষ্যতে আমরা যদি সরকার গঠন করতে পারি, তাহলে দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহায়তা দেওয়া হবে। প্রতিটি বিনিয়োগকারীর জন্য একজন করে ‘ইনভেস্টমেন্ট ক্যাপ্টেন’ নিয়োগ দেওয়া হবে, যিনি বিনিয়োগকারীর পুরো প্রক্রিয়াটা তদারকি করবেন।”

এই ‘ইনভেস্টমেন্ট ক্যাপ্টেন’ ব্যবস্থার ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, “বিনিয়োগকারীকে আর কোনো অফিস বা মন্ত্রণালয়ে যেতে হবে না। লাইসেন্স, ভিসা অনুমোদন, উৎপাদনের অনুমতি—সব কিছু সময় নির্ধারণ করে ওই ক্যাপ্টেনের মাধ্যমে সম্পন্ন হবে।”

বিএনপির এই নেতা আরও বলেন, “আমরা এমন একটি পদ্ধতি তৈরি করতে চাই, যেখানে রীতিমতো ডিরেগুলেশন ও রিলিবারালাইজেশন হবে। ব্যবসায়িক প্রক্রিয়া সহজ হবে, প্রশাসনিক জটিলতা কমবে।”

তিনি বলেন, “বিশ্বজুড়ে বিনিয়োগকারীরা এখন রিলোকেশনের চেষ্টা করছে। তারা খুঁজছে কোন দেশটা নিরাপদ ও সম্ভাবনাময়। আমরা চাই, বাংলাদেশ হোক তাদের প্রথম পছন্দ। বিগত দিনেও বিএনপি যখন রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড) তৈরি করেছে, তখন এই উপমহাদেশে কেউ সেটা কল্পনাও করেনি। এবারও আমরা সেই ভবিষ্যৎ নিয়ে এগিয়ে যেতে চাই।”

জিয়াউর রহমান সরকারের সময় নেয়া পদক্ষেপের কথা তুলে ধরে আমির খসরু বলেন, “১৯৮০ সালে তিনি বেসরকারি বিনিয়োগের জন্য আইন করেন। সেই ধারায় বিএনপি এখনো বিনিয়োগবান্ধব নীতিতে বিশ্বাস করে।”

বিডা ইনভেস্টমেন্ট সামিট-২০২৫ নিয়ে বিএনপির এই নেতা বলেন, “আমরা এই উদ্যোগকে স্বাগত জানাই। কারণ বিনিয়োগ নিয়ে কথা বলার এই জাতীয় প্ল্যাটফর্মগুলো দেশের অর্থনীতির ভবিষ্যত নির্ধারণে সহায়ক হতে পারে। তবে, বিনিয়োগ স্থায়ী হয় একটি স্থিতিশীল ও প্রেডিক্টেবল সরকারব্যবস্থার মধ্যেই।”

বর্তমান সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি বলেন, “আমরা যখন ১৭-১৮ বছর আগে ক্ষমতা ছাড়ি, তখন দেশের প্রবৃদ্ধির হার ছিল ৭.০৭ শতাংশ। সেই ধারাবাহিকতা বজায় থাকলে এখন বাংলাদেশের প্রবৃদ্ধি দ্বিগুণ হতো। দুর্নীতি ও মিসম্যানেজমেন্টে সেই গতি হারিয়ে গেছে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, তাজভীরুল ইসলাম, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা হুমায়ুন কবির, ড. মাহাদি আমিন এবং আন্তর্জাতিক পরামর্শ কমিটির সদস্য ইসরাফিল চৌধুরী খসরু।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫