Logo
×

Follow Us

রাজনীতি

আরিফুল আদীবকে প্রধান করে এনসিপি’র রাজনৈতিক লিয়াজোঁ কমিটি গঠন

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬ মে ২০২৫, ২০:১৫

আরিফুল আদীবকে প্রধান করে এনসিপি’র রাজনৈতিক লিয়াজোঁ কমিটি গঠন

জাতীয় নাগরিক পার্টি’র (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীবকে প্রধান করে রাজনৈতিক লিয়াজোঁ কমিটি গঠন করে দলটি।

এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ১০ সদস্যের এই কমিটির অনুমোদন দিয়েছেন।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এই লিয়াজোঁ কমিটি বিভিন্ন রাজনৈতিক দল, উদ্যোগ ও পক্ষের সঙ্গে আলাপ-আলোচনার দায়িত্ব পালন করবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

লিয়াজোঁ কমিটির অন্য সদস্যরা হলেন, নুসরাত তাবাসসুম, মাহবুব আলম, ড. আতিক মুজাহিদ, আশরাফ উদ্দিন মাহাদী, অনিক রায়, মুহাম্মদ হাসান আলী, ফরিদুল হক, মাওলানা সানাউল্লাহ খান, সাদ্দাম হোসেন।


Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫