Logo
×

Follow Us

রাজনীতি

দেশে অস্থিরতা সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: এ্যানি

Icon

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ: ১৬ মে ২০২৫, ১৫:১৪

দেশে অস্থিরতা সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: এ্যানি

বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, দেশকে অস্থির করতে, ভোট ও গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে গভীর ষড়যন্ত্র চলছে। এটি অদৃশ্য একটি শক্তির কাজ, যা এখন ধীরে ধীরে দৃশ্যমান হয়ে উঠছে।

শুক্রবার সকালে সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের তালহাটি এলাকায় বিএনপির তৃণমূল প্রতিনিধি সভায় এসব মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, “অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টাকে পানি বোতল ছুড়ে মারা সেই ষড়যন্ত্রেরই অংশ। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ লাগিয়ে দেওয়া সম্ভব—ঠিক সে রকম পরিকল্পনা করা হচ্ছে।”

এ্যানি বলেন, “বিএনপি মাটি ও মানুষের দল। বিগত ১৭ বছর মানুষ ভোট দিতে পারেনি। আজ মানুষ অপেক্ষা করছে, তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য। তাই বিএনপির মূল লক্ষ্য এখন ভোটাধিকার ফিরিয়ে দেওয়া।”

তিনি আরও বলেন, “তৃণমূল বিএনপির নেতাকর্মীরা পোস্টার-ফেস্টুন দিয়ে ভোটের আমেজ সৃষ্টি করছে। মানুষ সেই প্রচণ্ড আগ্রহ নিয়ে বিএনপির প্রার্থীদের জন্য অপেক্ষা করছে।”

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, “উদীয়মান ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং গভীর ষড়যন্ত্রের অংশ। এটিকে বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নেই।”

তিনি বলেন, “যে অন্তর্বর্তীকালীন সরকার মাত্র ৯ মাস সময় পাবে, তারা সব দাবিদাওয়া বাস্তবায়ন করতে পারবে না। তাই আমাদের এক টেবিলে বসে সংলাপ করতে হবে, আলোচনার মাধ্যমে সমাধানে যেতে হবে। প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খননের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করেছিলেন। সেই আস্থা এবং জনপ্রিয়তাকে পুঁজি করেই বিএনপি মাঠে সক্রিয়। আজকের রাজনৈতিক বাস্তবতায় সংস্কার প্রয়োজন, আবার জনগণের প্রতিনিধিত্বশীল সরকারও প্রয়োজন।”

তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, “বাংলাদেশে গডফাদার সিস্টেম আর ফিরবে না। রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে, কিন্তু প্রতিহিংসা নয়। ঐক্যবদ্ধ থেকে আমাদের একটি সুন্দর, গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে হবে।”

তিনি আরও বলেন, “স্বৈরাচারী সরকার দেশকে অনেক পিছিয়ে দিয়েছে। এখান থেকে উত্তরণে আমাদের দরকার সংস্কার এবং নিরপেক্ষ নির্বাচন। কেউ যেন আর বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করতে না পারে, সে জন্য সবাইকে সতর্ক থাকতে হবে।”

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ও বিএনপি নেতা ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক হাসিবুর রহমান, জেলা বিএনপি নেতা হাফিজুর রহমান ও মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ। পরে শহরের আদর্শ সামাদ একাডেমি মাঠে পৌরসভা ৩নং ওয়ার্ড তৃণমূল বিএনপির প্রতিনিধি সভায়ও অংশ নেন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫