Logo
×

Follow Us

রাজনীতি

তারেকের ফেরায় বাধা আছে? সরকারের কাছে বিএনপির ‘শরিকদের’ প্রশ্ন

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯ মে ২০২৫, ১৯:৪৫

তারেকের ফেরায় বাধা আছে? সরকারের কাছে বিএনপির ‘শরিকদের’ প্রশ্ন

বিএনপির সমাবেশগুলোতে যুক্তরাজ্য থেকে প্রায়ই ভার্চুয়ালি যুক্ত হন তারেক রহমান।

বিএনপির সঙ্গে সমঝোতা করে চলা কয়েকটি দল সরকারের কাছে প্রশ্ন তুলেছে, তারেক রহমানের দেশে ফিরতে কোনো বাধা আছে কি না।

সোমবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের উপস্থিতিতে এই প্রশ্ন উঠে আসে।

নির্বাচন বানচালের ‘ষড়যন্ত্র’ হচ্ছে এমন অভিযোগ এনে সেই ষড়যন্ত্র ‘প্রতিহত’ এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের প্রতিবন্ধকতা দূর করার দাবিতে এই সমাবেশের আয়োজন করে ১২ দলীয় জোট।

সভাপতির বক্তব্যে জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান ও ১২ দলীয় জোট প্রধান মোস্তফা জামাল হায়দার অবিলম্বে নির্বাচনি ‘রোড ম্যাপ’ ঘোষণার দাবি জানান।

তিনি বলেন, “তারেক রহমানের পাহাড়সম জনপ্রিয় নেতা দেশে আসতে পারছেন না একথা আমরা বিশ্বাস করি না।

“তার দেশে ফিরতে কোনো প্রতিবন্ধকতা থাকলে তা আপনারা স্পষ্ট করেন। এটা ইউনূস সরকারকেই স্পষ্ট করতে হবে।”

আওয়ামী লীগ সরকারে থাকার সময় তারেক রহমান ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হন। এছাড়া আরও কয়েকটি মামলায়ও তার সাজা হয় এবং অনেক মামলার বিচার তখন চলমান ছিল।

তবে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর সবগুলো সাজা বাতিল হয়ে গেছে, তদন্ত চলাচলেও বাতিল হয়েছে মামলা।

তবে তারেক রহমান এখনও দেশে ফিরছেন না। তিনি কবে ফিরবেন, এই প্রশ্নে বিএনপির তরফেও সুনির্দিষ্ট কোনো সময়ের কথা বলা হচ্ছে না।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গত ৬ মে যুক্তরাজ্য থেকে দেশে ফেরার পর দলটির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন সংবাদকর্মীদের প্রশ্নে বলেন, “আমরা আশা করছি খুব শিগগিরই এমন পরিস্থিতি তৈরি হবে, যাতে করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও দেশে ফিরে জাতির নেতৃত্বে যোগ দিতে পারেন।”

বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা বলেন, “অবিলম্বে তারেক রহমানকে দেশে ফেরার পথ সুগম করতে হবে। তার নেতৃত্বে বাংলাদেশের আপামর জনসাধারণ স্বৈরাচার বিরোধী আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল। জাতি জানতে চায় তারেক রহমানের দেশে ফিরতে প্রতিবন্ধকতা কোথায়?"

বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম বলেন, "তারেক রহমানকে দেশে ফেরার নিশ্চয়তা দিন। কিন্তু আপানারা কোনো কথা বলেননি।”

‘ইউনূসের চার পাশে মাফিয়া চক্র’

নির্বাচন নিয়ে আবার দাবি জানাতে হবে সেটি ভাবেননি বলে মন্তব্য করে শাহাদাত সেলিম বলেন, “আজকে ড. ইউনূসের চারপাশে মাফিয়া চক্র ঘিরে রেখেছে। দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চক্রান্ত চলছে, যা দেশের জন্য বিপজ্জনক।”

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের পদত্যাগ দাবি করে তিনি বলেন, “চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল বা এনসিটি বিদেশি কোম্পানিকে দেওয়ার চক্রান্ত মেনে নেওয়া হবে না।”

অনেক প্রতিষ্ঠান ও সংস্থা কাজ করছে না বলে মন্তব্য করে শাহাদাত বলেন, “সেসব কি বিদেশিদের হাতে তুলে দেবেন?”

এসব ‘বাদ দিয়ে’ সর্বোচ্চ ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, “ডিসেম্বরের পর আপনাদেরকে আমরা এক মুহূর্তের জন্যও সহ্য করব না।

“শেখ হাসিনাকে যখন নামিয়েছি তেমনই আপনাদেরও পরোয়া করব না।"

‘ভেবেছিলাম ইউনূস সম্মানিত ব্যক্তি’

বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা বলেন, "আমরা চব্বিশের ৫ আগস্টের পর একটি স্বপ্ন বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছিলাম। ভেবেছিলাম ড. ইউনূস সম্মানিত ব্যক্তি, দেশকে গণতন্ত্রের পথে এগিয়ে নেবেন। কিন্তু এখন তার মুখেই স্বৈরাচারের প্রতিধ্বনি শুনতে পাই।”

মানবিক করিডোর দিয়ে বাংলাদেশকে আরেকটি ‘পূর্ব তিমুর’ বানানোর ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ এনে তিনি বলেন, “তারা বাংলাদেশের আয়ের অন্যতম প্রধান উৎস চট্টগ্রাম বন্দর বিদেশিদের দেওয়ার ষড়যন্ত্র চলছে। সেটি হতে দেওয়া হবে না।”

ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না হলে ‘পিঠের চামড়া থাকবে না’ বলেও সতর্ক করেন তিনি।

বিএলডিপির মহাসচিব তমিজ উদ্দিন টিটুর সঞ্চালনায় আলোচনায় জমিয়াতে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব গোলাম মহিউদ্দিন ইকরাম, জাতীয় পার্টির একাংশের মহাসচিব আহসান হাবিব লিংকন, লেবার পার্টির একাংশের চেয়ারম্যান ফারুক রহমান, কল্যাণ পার্টির একাংশের চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ, জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার একাংশের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন প্রধান, ইসলামী ঐক্যজোটের একাংশের মহাসচিব আব্দুল করিম, প্রগতিশীল জাতীয়তাবাদী দল-পিএনপির চেয়ারম্যান ফিরোজ মো. লিটন, নয়া গণতান্ত্রিক পার্টির সভাপতি এম এ মান্নানও আলোচনায় বক্তব্য রাখেন।




Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫