Logo
×

Follow Us

রাজনীতি

বৃষ্টির মধ্যেও নাছোড়বান্দা ইশরাক সমর্থকরা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২ মে ২০২৫, ১২:৩৯

বৃষ্টির মধ্যেও নাছোড়বান্দা ইশরাক সমর্থকরা

ইশরাক হোসেনকে মেয়র ঘোষণার দাবিতে বৃষ্টির মধ্যেও কাকরাইল মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন তার সমর্থকরা।

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছেন তার সমর্থকরা। বৃষ্টি উপেক্ষা করে কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তারা।

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে রাজধানীর কাকরাইল মসজিদের সামনের মোড়ে অবস্থান নিতে দেখা গেছে তার শতাধিক নেতাকর্মীকে। দাবি আদায়ে তারা রাতভর সেখানে ছিলেন বলে জানান।

সকালে বৃষ্টির মধ্যে কাকরাইল মোড় থেকে যমুনার দিকে যাওয়ার সড়কের ডান পাশে পুলিশের ব্যারিকেডের সামনে বসে ও দাঁড়িয়ে ছিলেন নেতাকর্মীরা। আশপাশে ছড়িয়ে-ছিটিয়ে ছিলেন আরও কয়েক শ নেতা-কর্মী। কেউ কেউ রাস্তায় বিছানো ত্রিপলে শুয়ে-বসে বিশ্রাম নিচ্ছিলেন।

কাকরাইল মোড় থেকে মৎস্য ভবনের দিকে যাওয়ার পথে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের ইশরাক হোসেনের পক্ষে স্লোগান দিতে দেখা যায়। তাদের অবস্থানের কারণে ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষ ও পথচারীরা। অনেক মোটরসাইকেল চালককে উল্টো ঘুরে যেতে হয়েছে। কেউ কেউ গন্তব্য জানিয়ে যেতে অনুরোধ করলেও নেতা-কর্মীরা কাউকে ছাড়েননি।

‘রাজপথের ইশরাক ভাই, আমরা তোমার ভুলি নাই, ‘লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই’, ‘শপথ নিয়ে টালবাহানা, চলবে না চলবে না’,‘আদালতে হস্তক্ষেপ, চলবে না চলবে না’, ‘এ লড়াইয়ে জিতবে কারা, ইশরাক ভাইয়ের সৈনিকেরা’সহ নানা স্লোগান দিচ্ছেন তারা।

এই কর্মসূচিকে ঘিরে এলাকাজুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।

২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে বিতর্কিত নির্বাচন হয়। বিএনপির ইশরাক হোসেনকে পৌনে ২ লাখ ভোটের ব্যবধানে হারিয়ে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস মেয়র হন।

গত ২৭ মার্চ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২০২০ সালের নির্বাচনে ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণার ফল বাতিল করে বিএনপি নেতা ইশরাককে মেয়র ঘোষণা করেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনি ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম।

ট্রাইব্যুনালের রায়ের অনুলিপি পেয়ে গত ২২ এপ্রিল গেজেট প্রকাশের বিষয়ে আইন মন্ত্রণালয়ের পরামর্শ চায় সাংবিধানিক সংস্থাটি। এরপর ২৭ এপ্রিল ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নতুন মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)।

আদালত রায়ে বলেছিলেন, ১০ দিনের মধ্যে এ বিষয়ে গেজেট প্রকাশ করতে হবে। সে অনুযায়ী গত ২৭ এপ্রিল নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করে।

তবে একইদিন রফিকুল ইসলাম ও মামুনুর রশিদ নামে দুই ব্যক্তি ওই রায় ও গেজেটের বিরুদ্ধে আপিলের উদ্যোগ নেন এবং ইশরাককে শপথ না নেওয়ার আইনি নোটিশ পাঠান।

পরে মামুনুর রশিদ হাইকোর্টে রিট করেন, যেখানে রায় ও গেজেট কেন বাতিল করা হবে না এবং কেন ইশরাককে শপথ নেওয়া থেকে বিরত রাখতে নির্দেশ দেওয়া হবে না—তা জানতে চেয়ে রুল চাওয়া হয়।

এই রুলের ওপর আদেশের অপেক্ষায় রয়েছে সবাই। হাইকোর্টে বৃহস্পতিবার আদেশ দিলে ইশরাক মেয়রের দায়িত্ব পেতে চলেছেন কি না তা পরিষ্কার হবে।


 


Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫