
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলনের মহাসমাবেশ। ছবি: দেশকাল নিউজ ডটকম
জুলাই গণঅভ্যুত্থান ঠেকাতে সংঘটিত গণহত্যার বিচার, রাষ্ট্রের সংস্কার ও সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে ভোট চায় ইসলামী আন্দোলন বাংলাদেশ। দাবি আদায়ে ঢাকায় মহাসমাবেশ করেছে দলটি।
শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করছেন দলের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
দুপুর ২টায় শুরু হয় সমাবেশের মূল অধিবেশন। কোরআন তিলাওয়াতের মাধ্যমে অধিবেশনের সূচনা হয়। এর আগে সকাল ১০টায় প্রথম অধিবেশন শুরু হয়, যেখানে বিভিন্ন জেলা ও মহানগর নেতারা বক্তব্য দেন।
সমাবেশে দলটির প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে প্রয়োজনীয় রাষ্ট্রসংস্কার, গণহত্যার বিচার, সংখ্যানুপাতিক পদ্ধতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন এবং ইসলামবিরোধী ‘রাজনৈতিক ষড়যন্ত্র ও চক্রান্তের’ বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা।
ঢাকায় মহাসমাবেশ করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, পিআর পদ্ধতির পক্ষে থাকা অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও সমাবেশে অংশ নিচ্ছেন।
সকাল থেকেই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিভিন্ন জেলা থেকে আসা নেতাকর্মীদের ঢল নামে। মূল মাঠ সকালেই পরিপূর্ণ হয়ে যায়। অনেকের হাতেই দেখা যায় দলের প্রতীক ‘হাতপাখা’। নেতাকর্মীরা বিভিন্ন মিছিল নিয়ে সমাবেশস্থলে প্রবেশ করেন এবং ‘নারে তাকবির, আল্লাহু আকবর’ স্লোগান দেন।
দলের আমির সৈয়দ রেজাউল করিম সমাবেশের মূল অধিবেশনে বক্তব্য দেন।