Logo
×

Follow Us

রাজনীতি

৫ আগস্ট দেশজুড়ে জাতীয় মুক্তি কাউন্সিলের সমাবেশ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৫, ১৬:২৮

৫ আগস্ট দেশজুড়ে জাতীয় মুক্তি কাউন্সিলের সমাবেশ

৫ আগস্টকে ‘আওয়ামী ফ্যাসিবাদী শাসন, ভারতীয় সাম্রাজ্যবাদ উচ্ছেদ দিবস’ হিসেবে পালন করবে জাতীয় মুক্তি কাউন্সিল। এ উপলক্ষে মঙ্গলবার দেশব্যাপী সমাবেশ ও মিছিলের কর্মসূচি নিয়েছে সংগঠনটি।

সোমবার সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে ৫ আগস্ট বিকালে পুরানা পল্টন মোড়ে সমাবেশ করার কথা জানিয়েছে জাতীয় মুক্তি কাউন্সিল।

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালের জুলাইয়ে টানা আন্দোলন করতে থাকেন শিক্ষার্থীরা। একপর্যায়ে ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শেখ হাসিনার পতনের এক দফা ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। শিক্ষার্থীদের সঙ্গে সর্বস্তরের মানুষও আন্দোলনে যোগ দেন।

ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে গত বছরের ৫ আগস্ট ভারতে পালিয়ে যান শেখ হাসিনা।

আওয়ামী লীগ সরকারের পতনের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন উপলক্ষে মঙ্গলবার নানা কর্মসূচি হাতে নিয়েছে বিভিন্ন দল ও সংগঠন। জাতীয় মুক্তি কাউন্সিলের পক্ষ থেকে দেশব্যাপী সমাবেশ ও মিছিলের কর্মসূচি দেওয়া হয়েছে।

এরই অংশ হিসেবে মঙ্গলবার বিকাল তিনটায় রাজধানীর পুরানা পল্টন মোড়ে সমাবেশ করবে জাতীয় মুক্তি কাউন্সিল। এতে সভাপতিত্ব করবেন সংগঠনটির কেন্দ্রীয় সম্পাদক ফয়জুল হাকিম।

সমাবেশে আরও বক্তব্য দেবেন- জাতীয় মুক্তি কাউন্সিলের কেন্দ্রীয় নেতা সজীব রায়, কাজী ইকবাল, মজিবর রহমান, মিতু সরকার, শফি রহমান এবং দেলোয়ার হোসেন প্রমুখ।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫