Logo
×

Follow Us

রাজনীতি

তারা সারাজীবন হতাশ থাকে: জামায়াত নিয়ে ফখরুল

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৫, ১২:৫৮

তারা সারাজীবন হতাশ থাকে: জামায়াত নিয়ে ফখরুল

গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের বর্ষপূর্তিতে অন্তর্বর্তী সরকারের ঘোষিত ‘জুলাই ঘোষণাপত্রে’ জামায়াত হতাশ হওয়াকে গুরুত্ব দিচ্ছে না বিএনপি।

দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “যারা হতাশ হয়েছে, তারা সারাজীবন হতাশ থাকে।”

ফখরুলের আশা, সবাই ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে জাতীয় ও গণতান্ত্রিক উত্তরণের পথকে পরিষ্কার করবে।

বুধবার গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ফখরুল। প্রধান উপদেষ্টা জুলাই ঘোষণাপত্র ও নির্বাচনের সময় ঘোষণার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে দলটি।

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির দিন মঙ্গলবার ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। ঘোষণাপত্র পাঠের পর হতাশা প্রকাশ করেন সেখানে থাকা জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের।

অনুষ্ঠান শেষে সংবাদকর্মীদের তাহের বলেন, “এ ঘোষণাপত্রে আমাদের প্রত্যাশার প্রতিফলন নেই। আমরা এই ঘোষণাপত্রে হতাশ, এই জাতি হতাশ।” তবে তাৎক্ষণিক প্রতিক্রিয়া না দিয়ে সময় নেয় বিএনপি।

বুধবার প্রতিক্রিয়া জানাতে সংবাদ সম্মেলন ডাকে বিএনপি। সেখানে জামায়াতের হতাশা নিয়ে করা এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, “যারা হতাশ হয়েছে, তারা সারাজীবন হতাশ থাকে। আনুষ্ঠানিক প্রতিক্রিয়া হয়তো তারা এখনো দেয়নি। তাৎক্ষণিক প্রতিক্রিয়া তারা বলেছে, আমরা আশা করব তারা একটা পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে এই জাতীয় এবং গণতান্ত্রিক উত্তরণের পথকে পরিষ্কার করবে।”

নির্বাচনকে প্রশ্নিবিদ্ধ হতে দেবেন না ইউনূস

সংবাদ সম্মেলনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস নির্বাচনকে প্রশ্নিবিদ্ধ হতে দেবেন না বলে বিশ্বাসের কথা জানান বিএনপির মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, “অধ্যাপক ইউনূস এখন পর্যন্ত যতগুলো কাজ করে এসেছেন তাতে প্রমাণ করেছেন, ভবিষ্যতেও তিনি নির্বাচনকে সুষ্ঠু ও অবাধ করার জন্য এমন কিছু করবেন না, যেটা প্রশ্নবিদ্ধ হবে।”

নির্বাচন দেশের বর্তমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণের একমাত্র পথ উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, নির্বাচন ছাড়া অন্য কোনো বিকল্প গ্রহণযোগ্য নয়।

মির্জা ফখরুল বলেন, “আমাদের উদ্দেশ্য হচ্ছে একটা নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক ব্যবস্থায় যাওয়া। আমরা নির্বাচন ছাড়া অন্য কোনো কিছুতে বিশ্বাস করি না। গোটা জাতি মনে করে এখন একটি নির্বাচনই একমাত্র পথ, যা দিয়ে আমরা বর্তমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণ করে গণতন্ত্রের দিকে যাব।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫