Logo
×

Follow Us

রাজনীতি

ভোট বানচালের চেষ্টায় সরকারের ভেতরের একটি মহল: ফখরুল

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৫, ১৩:২৫

ভোট বানচালের চেষ্টায় সরকারের ভেতরের একটি মহল: ফখরুল

ধবার জাতীয় প্রেসক্লাবে সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমদের ১০ম মৃত্যুবার্ষিকীতে ভাসানী অনুসারী পরিষদ ও ভাসানী জনশক্তি পার্টি আয়োজিত আলোচনায় বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সরকারের ভেতরে একটি মহল গণতন্ত্রকামী শক্তির বিরুদ্ধে কাজ করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “এরা চায় না গণতন্ত্রের শক্তি ক্ষমতায় আসুক।”

বুধবার জাতীয় প্রেসক্লাবে সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমদের ১০ম মৃত্যুবার্ষিকীতে ভাসানী অনুসারী পরিষদ ও ভাসানী জনশক্তি পার্টি আয়োজিত আলোচনায় তিনি এ কথা বলেন।

ফখরুল বলেন, “কিছু রাজনৈতিক মহল পরিকল্পিতভাবে নির্বাচনকে ব্যাহত করার জন্য নিত্যনতুন দাবি তুলছে। যেসব দাবি সাধারণ মানুষের কাছে একেবারেই অপরিচিত।”

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগও ভোট বানচালের চেষ্টায় আছে বলে মনে করেন বিএনপি নেতা। তিনি বলেন, “দিল্লিতে গিয়ে হাজার কোটি টাকার পরিকল্পনা হয়েছে কীভাবে বাংলাদেশে নির্বাচন বন্ধ করা যায়।”

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিন মাসের মধ্যে নির্বাচন দেওয়ার যে দাবি করেছিলেন, সেটি নিয়েও কথা বলেন বিএনপি নেতা। সেই দাবি পূরণ না হওয়ায় রাজনৈতিক সংকট তৈরি হয়েছে বলেও মনে করেন তিনি।

ফখরুল বলেন, “তখন নতুন সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে সংস্কারের কাজ শুরু করতে পারত।”

সময়ক্ষেপণের ফলে গণতান্ত্রিক শক্তির বদলে অন্যরা সুবিধা নিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

সংখ্যানুপাতিক ভোটাধিকার বা পিআর পদ্ধতিতে নির্বাচন করতে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টি-এনসিপি যে দাবি তুলছে, তারও বিরোধিতা করেন ফখরুল। বলেন, “এটা বোঝানোই কঠিন। মানুষ কাকে ভোট দিল, সেটি প্রতিফলিত হলো না সংসদে। এতে বিভ্রান্তি তৈরি হয়।”

দলের নেতাকর্মীদেরকে সতর্ক থাকার তাগিদও দেন তিনি।

“যদি আমরা মনে করি জিতে গেছি, তবে বিরাট ভুল হবে। যারা ফায়দা নিতে চায়, তারা বিভিন্নভাবে কাজ করছে। তাই আরও বেশি সজাগ থাকতে হবে।”

বিএনপি অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সহযোগিতা দিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন দলের মহাসচিব।

“আমরা অন্তর্বর্তী সরকারের সঙ্গে সব ধরনের সহযোগিতা করেছি। কোথাও কোনো বাধা সৃষ্টি করিনি। এমনকি বড় কোনো দাবি তুলেও সরকারকে বিপদে ফেলিনি।”

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করাই বিএনপির লক্ষ্য বলেও মন্তব্য করেন ফখরুল। বলেন, “সংস্কারের ৩১ দফার মধ্যে সব বিষয়ই ইতিমধ্যে অন্তর্ভুক্ত আছে।

“আমরা সংস্কারের পক্ষে ছিলাম শুরু থেকেই। বিদ্যমান রাষ্ট্র কাঠামোয় গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়, এটা উপলব্ধি করেই আমরা সংস্কারের প্রস্তাব দিয়েছিলাম।”

চার দিকে দুর্নীতি

দেশের পরিস্থিতি নিয়ে হতাশা ও ক্ষোভ প্রকাশ করেন ফখরুল। বলেন, “যেদিকে তাকাই দুর্নীতি ছাড়া কিছু দেখি না।

“অফিস-আদালতে যাওয়া যায় না, ব্যাংকে গিয়ে নিজের টাকাও তোলা যায় না। আজ সকালে আমার স্ত্রী ব্যাংকে ফোন করেছিলেন কিছু টাকা তোলার জন্য, বলা হয়েছে ৫ হাজার টাকার বেশি দেওয়া যাবে না।”

দেশের অর্থনীতি লুটপাটকারীদের হাতে জিম্মি হয়ে পড়েছে বলেও মন্তব্য করেন তিনি।

ফখরুল বলেন, “কোনো দিন রাজনীতিতে হতাশ হইনি। সব সময় সবাইকে সাহস দিয়েছি। কিন্তু আজ যেদিকে তাকাই দেখি হতাশার ছায়া—দেশের বেশিরভাগ মানুষ নষ্ট হয়ে গেছে। আগে ঘুষ দিতে হতো এক লাখ, এখন পাঁচ লাখ। দুর্নীতি ছাড়া কিছু নেই।”

ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবলুর সভাপতিত্বে আলোচনায় দলের সাধারণ সম্পাদক আবু ইউসুফ সেলিম, প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ আলী, জাতীয় পার্টি (কাজী জাফর) এর চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, মহাসচিব আহসান হাবীব লিংকনও বক্তব্য রাখেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫