Logo
×

Follow Us

রাজনীতি

নাকের হাড় ভেঙেছে নুরের, মেডিকেল বোর্ড গঠন

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৫, ১২:০১

নাকের হাড় ভেঙেছে নুরের, মেডিকেল বোর্ড গঠন

ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন নুরুল হক নুর।

রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের সময় গুরুতর আহত গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের চিকিৎসায় উচ্চ পর্যায়ের ৬ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানান, নুরের মাথায় আঘাত এবং নাকের হাড় ভেঙে যাওয়ায় অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছিল। বর্তমানে রক্তক্ষরণ বন্ধ হয়েছে এবং কিছুটা জ্ঞান ফিরেছে। সকালে তার সিটি স্ক্যান করা হয়েছে।

নুরের বর্তমান অবস্থা সম্পর্কে আসাদুজ্জামান জানান, ৪৮ ঘণ্টার মধ্যে পুরোপুরি আশঙ্কামুক্ত হওয়া সম্ভব নয়। তার চিকিৎসায় উচ্চ পর্যায়ের ৬ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। বর্তমানে আইসিইউ-এর ৯ নম্বর বেডে চিকিৎসাধীন আছেন তিনি।

শুক্রবার সন্ধ্যায় বিজয়নগর এলাকায় জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষ থামাতে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া ও লাঠিচার্জের ঘটনা ঘটে। এতে নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খানসহ গণঅধিকার পরিষদের কয়েকজন নেতাকর্মী আহত হন।

রাত ১১টার দিকে আহত নুরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে নেওয়া হয়। এক ঘণ্টা পর রাত ১২টায় তাকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়।

রাত পৌনে একটার দিকে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে সাংবাদিকদের ব্রিফ করেন।

চিকিৎসকদের বরাত দিয়ে তিনি জানান, নুরুল হকের মস্তিষ্কে রক্তক্ষরণ হচ্ছে।

এ সময় কেন এই হামলার ঘটনা, কে নির্দেশ দিয়েছে, তা ২৪ ঘণ্টার মধ্যে প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা ও সেনাপ্রধানকে স্পষ্ট করতে হবে।

রাশেদ খান বলেন, “নুরুল হকের ওপর যেভাবে হামলা হয়েছে, এটা আওয়ামী লীগের আমলেও কোনো নেতার ওপর হয়েছে বলে জানা নেই।”

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, “সকালে কিছুটা জ্ঞান ফিরলে নুরের সিটি স্ক্যান করানো হয়। পরে তাকে আবার আইসিইউতে নিয়ে যাওয়া হয়।”

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫