Logo
×

Follow Us

রাজনীতি

নূরকে হত্যার উদ্দেশ্যে আঘাত করা হয়েছে: ফখরুল

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৫, ১৬:২৭

নূরকে হত্যার উদ্দেশ্যে আঘাত করা হয়েছে: ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

যারাই আঘাত করুক গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে হত্যার উদ্দেশ্যে আঘাত করা হয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে নূরকে দেখতে এসে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি বলেন, “আমার সবচেয়ে যে বিষয়টি খারাপ লেগেছে যারাই তাকে আঘাত করুক নুরুল হক নুরকে হত্যার উদ্দেশ্যেই আঘাত করা হয়েছিল। এটি খুব পরিষ্কার। নূরের স্বাস্থ্য আগের চেয়ে অনেক ইমপ্রুভড কিন্তু ক্রিটিক্যাল অবস্থায় আছে। তার যে জায়গাগুলোতে ইনজুরি হয়েছে সেই জায়গাগুলো খুব ফ‍্যাটাল। তার ব্রেনেও ইনজুরি হয়েছে, ব্লিডিং য়েছে। চিকিৎসকদের সঙ্গে আলাপ করে জানতে পেরেছি, এখানে চিকিৎসার কোনো ত্রুটি হয়নি। সব ঠিকঠাক আছে।”

“এখানে কিছুদিন রেস্ট নেওয়ার পরে বাইরে ইভ‍্যালুয়েশন দরকার। সে এখনও খেতে পারছে না তাকে পাইপ দিয়ে লিকুইড খেতে হয়। তার রিকভারি হতে সময় লাগছে। তাকে ইভ‍্যালুয়েশনের জন্য দেশের বাইরে পাঠানো দরকার।”

বিএনপি মহাসচিব বলেন, “সমস্ত অভ্যুত্থানের পরেও ল ইনফোর্সিং এজেন্সিস যদি আমাদের নেতাদের ওপরে এভাবে আক্রমণ করে তাহলে সাধারণ মানুষকে কী করছে চিন্তা করেন। এটি আমি কোনোমতেই মেনে নিতে পারি না। অতি দ্রুত চিফ অ্যাডভাইজার যে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন সেটি দ্রুত শেষ করে ব্যবস্থা নেওয়া উচিত। আমি সরকারের কাছে বলি নুরকে আরও উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানো উচিত।”

গত শুক্রবার রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থানের সময় লাঠিচার্জে আহত হন নুরুল হক নূর। তারা মাথায় আঘাত লেগেছে, নাক ও চোয়ালের হাড় ভেঙে গিয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর গতকাল সোমবার নূরকে কেবিনে স্থানান্তর করা হয়।

নূরের ওপর হামলায় ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের সিদ্ধান্ত নিয়েছে সরকার। পাশাপাশি প্রয়োজনে নূরকে বিদেশে নেওয়ার ব্যাপারে সরকারের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫