Logo
×

Follow Us

রাজনীতি

মধ্যপ্রাচ্যের প্রবাসীদের নিরাপত্তা নিয়ে তারেকের উদ্বেগ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৩

মধ্যপ্রাচ্যের প্রবাসীদের নিরাপত্তা নিয়ে তারেকের উদ্বেগ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফাইল ছবি

ইসরায়েলি ‘আগ্রাসনের’ কারণে মধ্যপ্রাচ্যে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার নিজের ফেসবুক পেইজে এক পোস্টে এই উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ইসরায়েলের ‘আগ্রাসী ও ঔদ্ধত্যপূর্ণ আচরণ’ পুরো মধ্যপ্রাচ্যকে একটি অন্ধকার ও অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে।

তারেক রহমান তার পোস্টে বলেন, “বিশ্বজুড়ে বাংলাদেশিরা সবসময়ই সহিংস ঔপনিবেশিক দমন-পীড়ন ও অস্তিত্ব মুছে ফেলার বিরুদ্ধে আমাদের ফিলিস্তিনি ভাই-বোনদের পাশে দাঁড়িয়েছে এবং গর্বের সঙ্গে তা অব্যাহত রেখেছে।”

পশ্চিম তীরে ইসরায়েলের বসতি সম্প্রসারণের পরিকল্পনার সমালোচনা করে তিনি বলেন, “সাম্প্রতিক খবর অনুযায়ী দখলকৃত পশ্চিম তীরে বসতি সম্প্রসারণের পরিকল্পনা, যা ভবিষ্যতে কোনো ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের সম্ভাবনাকে কার্যত অসম্ভব করে তুলবে, তা অত্যন্ত হৃদয়বিদারক। বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বে ফিলিস্তিনি জনগণ, তাদের সংস্কৃতি, ভূমি ও ইতিহাসের উপর চলমান বর্ণবৈষম্য ও হামলা নিছক গণহত্যা নয়, বরং ফিলিস্তিনিদের পরিকল্পিত জাতিগত নিধন।”

এই কর্মকাণ্ডকে ‘ঘৃণ্য’ বলেও উল্লেখ করেন তিনি।

মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলে বসবাসরত বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে তারেক রহমান বলেন, “অনেক বাংলাদেশি মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলে বসবাস ও কাজ করেন। বর্তমান ইসরায়েলি সরকার পুরো অঞ্চলটিকে এক গভীর সংকটে ঠেলে দিচ্ছে দেখে আমি তাদের এবং তাদের পরিবারের নিরাপত্তা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন।”

গাজায় সংঘটিত গণহত্যার আন্তর্জাতিক বিচার নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমি আন্তর্জাতিক সম্প্রদায়কে জোরালোভাবে আহ্বান জানাই, তারা যেন ইসরায়েলি সরকারের বসতি স্থাপনের পরিকল্পনার নিন্দা জানায় এবং চাপ সৃষ্টি করে। একইসঙ্গে আমি আন্তর্জাতিক বিচার আদালতকে অনুরোধ জানাই, তারা যেন গাজায় ইসরায়েলি সরকারের স্পষ্ট গণহত্যার বিষয়ে তাদের রায় ঘোষণায় আর দেরি না করে।”

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫