
৭ সেপ্টেম্বর চিকিৎসাধীন অবস্থান মারা যান বামপন্থি তাত্ত্বিক বদরুদ্দীন উমর
জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি বদরুদ্দীন উমরের জীবনাবসানে শোকসভার আয়োজন করা হয়েছে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৩টায় বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে এই শোকসভা অনুষ্ঠিত হবে।
রবিবার বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে অনুষ্ঠিত এক প্রস্তুতি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। জাতীয় মুক্তি কাউন্সিল সম্পাদক ফয়জুল হাকিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় ফয়জুল হাকিমকে আহ্বায়ক করে ‘মার্ক্সবাদী-লেলিনবাদী কমিউনিস্ট বিপ্লবী বদরুদ্দীন উমর শোকসভা জাতীয় কমিটি’ গঠন করা হয়।
শোকসভা আয়োজন কমিটির আহ্বায়কের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
শোকসভা কমিটির সদস্যরা হলেন ফয়জুল হাকিম, হাসিবুর রহমান, মুশতাক হোসেন, এস. এম. কামাল উদ্দিন, বজলুর রশীদ ফিরোজ, বেলাল চৌধুরী, মাসুদ রানা, আবুল হাসান রুবেল, আকবর খান, তৈমুর খান অপু, নাসিরউদ্দিন আহমেদ নাসু, মাসুদ খান, আফজালুল বাসার, হাসান ফকরী, মোহাম্মদ কাইয়ুম, কাজী ইকবাল, ফিরোজ আহমেদ, ফারুক ওয়াসিফ, ওমর তারেক চৌধুরী, মোহন রায়হান, শফি রহমান, মফিজুর রহমান লাল্টু, মুঈনুদ্দীন আহমেদ, আবিদুল ইসলাম, তাসলিমা আক্তার, শামসুজ্জামান মিলন, সাইফুজ্জামান হিরো, নাসিরউদ্দিন এলান, কামাল হোসেন বাদল, রফিক আহমেদ, সৌরভ রায়, মিতু সরকার, সাজ্জাদ সুমন, সুমন মল্লিক, রুমীয়া রুমী, দীপা মল্লিক, মাহফুজ আহমেদ, মোহাম্মদ বোরহান, আফরোজা ইসলাম আখি, বাচ্চু ভূঁইয়া, মিজানুর রহমান কচি, বিনয়ন চাকমা, উজ্জ্বল বালো, জান্নাতুল নাঈম, বখতিয়ার আবিদ চৌধুরী, ওবায়দুর ভূঁইয়া, রাহাত, মো. লিয়াকত আলী, আরিফ খান ইউসুফজাই, মো. আব্দুস সাত্তার, সাদিকুর রহমান রাজু, রোনাল চাকমা, অংশালা মারমা, তাসকিনা ইয়াসমিন, অমল ত্রিপুরা, সাঈদ নোয়াব, বিধান দাস, কামরুন্নাহার, ঝুমুর, ইউসুফ রেজা, ও মো. ইমরান খান।
বদরুদ্দীন উমর বাংলাদেশের একজন বিশিষ্ট বুদ্ধিজীবী, রাজনৈতিক চিন্তাবিদ ও লেখক ছিলেন। তিনি ৭ সেপ্টেম্বর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর।
বদরুদ্দীন উমর ছিলেন মার্কসবাদী চিন্তাচর্চার প্রধান তাত্ত্বিকদের একজন। তার গবেষণা, প্রবন্ধ ও বই দেশের বামপন্থি রাজনীতিকে তাত্ত্বিক ভিত্তি দিয়েছে।