Logo
×

Follow Us

রাজনীতি

সিপিবির চার দিনব্যাপী ত্রয়োদশ কংগ্রেস শুরু শুক্রবার

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৮

সিপিবির চার দিনব্যাপী ত্রয়োদশ কংগ্রেস শুরু শুক্রবার

পল্টনের মুক্তি ভবনের মৈত্রী মিলনায়তনে বুধবার সংবাদ সম্মেলনের আয়োজন করে সিপিবি।

রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সংকট মোকাবিলায় করণীয় নির্ধারণের লক্ষ্যে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে শুক্রবার থেকে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ত্রয়োদশ কংগ্রেস শুরু হচ্ছে। চার দিনব্যাপী এই কংগ্রেস চলবে ২২ সেপ্টেম্বর পর্যন্ত।

বুধবার দুপুরে পল্টনের মুক্তি ভবনের মৈত্রী মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে কংগ্রেস প্রস্তুতি কমিটির আহ্বায়ক কমরেড মিহির ঘোষ বলেন, “সিপিবি প্রতিটি কংগ্রেসের আগে রাজনৈতিক প্রস্তাব, ঘোষণা ও কর্মসূচি দলিল প্রণয়ন করে দলের প্রতিটি স্তরে বিস্তৃত আলোচনা চালায়। এবারের কংগ্রেসেও সেই ধারা অব্যাহত রাখা হয়েছে।”

“তিন মাস আগে এসব দলিলের খসড়া সদস্যদের কাছে পাঠানো হয় এবং জেলা, উপজেলা ও শাখা পর্যায়ের সম্মেলনে মতামত নেওয়া হয়েছে। কংগ্রেসে প্রতিনিধিরা চূড়ান্ত আলোচনার মাধ্যমে রাজনৈতিক প্রস্তাব ও কর্মসূচি দলিল গ্রহণ করবেন।”

সিপিবির গঠনতন্ত্র অনুযায়ী প্রতিটি জেলা সম্মেলনের মাধ্যমে ৫২৫ জন প্রতিনিধি ও ২৬ জন পর্যবেক্ষক নির্বাচন করা হয়েছে বলে উল্লেখ করে মিহির ঘোষ বলেন, “একই সঙ্গে নতুন জেলা কমিটি গঠন ও আগামী দিনের কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে।”

লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, “জুলাই আন্দোলনের পর অনুষ্ঠিত এ কংগ্রেস অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণঅভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষা-গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা ও বৈষম্যহীন সমাজ গঠনের জন্য বিকল্প করণীয় নির্ধারণই আমাদের প্রধান লক্ষ্য।”

“অন্তর্বর্তীকালীন সরকার জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। নিরাপত্তাহীনতা, শ্রমজীবী মানুষের দুর্দশা ও সাম্প্রদায়িক শক্তির উত্থান পরিস্থিতিকে ভয়াবহ করে তুলেছে। এই বাস্তবতা অতিক্রম করতে বিকল্প রাজনৈতিক পথ ও কর্মপন্থা গ্রহণই কংগ্রেসের প্রধান দায়িত্ব,” বলেন মিহির ঘোষ।

সিপিবির সভাপতি কমরেড শাহ আলম সংবাদ সম্মেলনে বলেন, “দেশে এখন আইনের শাসন ও মানবাধিকার কার্যত অনুপস্থিত।” তিনি ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন আয়োজন নিশ্চিত করার আহ্বান জানান।

সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স অভিযোগ করেন, “সরকার রুটিন দায়িত্বের বাইরে গিয়ে ‘বন্দর লিজ’ দেওয়ার মতো পদক্ষেপ নিচ্ছে, যা জনগণের স্বার্থবিরোধী।”

চার দিনব্যাপী কংগ্রেস পরিচালনার জন্য গঠিত হবে প্রেসিডিয়াম, অডিট কমিটি, ক্রেডেনশিয়াল কমিটি, প্রস্তাব বাছাই কমিটি ও মুখপত্র নির্বাচন কমিটি। প্রতিদিন সন্ধ্যায় কংগ্রেসের মুখপত্র কার্যক্রম নিয়ে দেশবাসীকে অবহিত করবেন।

এবার বিদেশী ভ্রাতৃপ্রতিম পার্টির নেতাদের আমন্ত্রণ জানানো হয়নি। তবে বিভিন্ন দেশের কমিউনিস্ট পার্টি থেকে পাঠানো শুভেচ্ছা বার্তা কংগ্রেসে পাঠ করা হবে। উদ্বোধনী দিনে যারা ৭০ বছর বা তার বেশি বয়সী এবং ৩০ বছরের বেশি সময় ধরে সিপিবির সঙ্গে যুক্ত আছেন তাদের সম্মাননা জানানো হবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫