Logo
×

Follow Us

রাজনীতি

সিপিবির নতুন সভাপতি সাজ্জাদ, সাধারণ সম্পাদক ক্বাফি

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১৫:২৫

সিপিবির নতুন সভাপতি সাজ্জাদ, সাধারণ সম্পাদক ক্বাফি

কমরেড কাজী সাজ্জাদ জহির চন্দন (বাঁয়ে) ও কমরেড আব্দুল্লাহ আল ক্বাফি রতন। ছবি: সাম্প্রতিক দেশকাল

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন কমরেড কাজী সাজ্জাদ জহির চন্দন এবং সাধারণ সম্পাদক হয়েছেন কমরেড আব্দুল্লাহ আল ক্বাফি রতন। আগামী চার বছর দেশের ঐতিহ্যবাহী বামপন্থি দলটির নেতৃত্ব দেবেন তারা।

বুধবার নবনির্বাচিত ৪৩ সদস্যের কেন্দ্রীয় কমিটির প্রথম সভায় তাদের নির্বাচিত করা হয়। পুরানা পল্টনের মুক্তি ভবনে বেলা ১১টায় শুরু হয়ে বিকাল ৪টা ১৫ মিনিটে শেষ হয় সভাটি।

এছাড়াও সভায় সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন—মুজাহিদুল ইসলাম সেলিম, রফিকুজ্জামান লায়েক, এস এ রশীদ, রাগিব আহসান মুন্না, জলি তালুকদার ও আমিনুল ফরিদ। নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকও প্রেসিডিয়াম সদস্য হয়েছেন।

ত্রয়োদশ কংগ্রেসের প্রস্তুতি পরিষদের মিডিয়া উপ-পরিষদের আহ্বায়ক ও সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য লাকী আক্তার দেশকাল নিউজ ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি বলেন, “এই সভায় পূর্ণাঙ্গ কমিটি করা হয়নি। পরের সভায় কমিটি পূর্ণাঙ্গ করা হবে।”

সাংগঠনিক মূল্যায়ন এবং নতুন নেতৃত্ব নির্বাচনের মধ্য দিয়ে সোমবার শেষ হয় সিপিবির ত্রয়োদশ জাতীয় কংগ্রেস। 

চার দিনের কংগ্রেসের শেষদিন দলের ৪৩ সদস্যের নতুন কেন্দ্রীয় কমিটি ও সাত সদস্যের কন্ট্রোল কমিটি নির্বাচিত করা হয়। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫