Logo
×

Follow Us

রাজনীতি

ধর্মের ভিত্তিতে রাজনীতিতে বিভাজন চায় না বিএনপি: সালাহউদ্দিন

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৪৫

ধর্মের ভিত্তিতে রাজনীতিতে বিভাজন চায় না বিএনপি: সালাহউদ্দিন

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

বিএনপি ধর্মের ভিত্তিতে রাজনীতিতে বিভাজন চায় না বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে মঙ্গলবার সকালে রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সামনে এমন মন্তব্য করেন তিনি।

বিভক্তি দূর করে সব রাজনৈতিক দলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে সালাহউদ্দিন আহমেদ জানান, “বিএনপি ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী একটি দল। বাংলাদেশের এই ভূখণ্ডে সমস্ত জনগোষ্ঠীকে নিয়ে বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে আমরা রাজনীতি করি। আমরা ধর্মের ভিত্তিতে রাজনীতিতে কোনো বিভাজন চাই না। করবও না। সুতরাং বাংলাদেশের এই ভূখণ্ডের মধ্যে সকল ধর্ম-বর্ণের, সকল গোত্রের, সকল ভাষাভাষীর মানুষকে নিয়ে সমন্বয়ের রাজনীতি করে জাতীয়তাবাদী দল।”

বিএনপি সুষ্ঠু গণতান্ত্রিকভাবে ভোটাধিকার প্রয়োগের অধিকার পূর্ণাঙ্গভাবে প্রতিষ্ঠা করতে চায় জানিয়ে তিনি বলেন, “কোনো দল নির্বাচন বাধাগ্রস্ত করতে চাইলে জনগণ তাদের চিহ্নিত করবে এবং রাজনৈতিকভাবে প্রত্যাখ্যান করবে। দেশি-বিদেশি শক্তি যারাই ষড়যন্ত্র করবে তাদের প্রতিহত করবে জনগণ।”

বিএনপি পিআর পদ্ধতিতে নির্বাচন চায় না জানিয়ে সালাহউদ্দিন আহমেদ বলেন, “পিআর পদ্ধতি একটি পার্মানেন্ট রেস্টলেসনেস পদ্ধতি। যার মধ্যে সবসময়ের জন্য একটি অস্থিতিশীল পরিবেশ বিদ্যমান থাকে। এবং কোনো স্থায়ী সরকারব্যবস্থা প্রতিষ্ঠিত হয় না সুষ্ঠু প্রক্রিয়ায়। কখনো সংখ্যাগষ্টিতার ভিত্তিতে সরকার গঠন হয় না। একটি ঝুলন্ত পার্লামেন্ট থাকে। অস্থির অবস্থা থাকে। বাংলাদেশের মানুষ পিআর পদ্ধতির বিপক্ষে। একটা জরিপে দেখলাম ৫৬ শতাংশ মানুষ পিআর পদ্ধতির বিরুদ্ধে। কোনো একটা জরিপে দেখলাম কোনো একটা দল বলছে ৭০ শতাংশ লোক পিআর চায়। যদি ৫৬ শতাংশ লোক পিআর পদ্ধতি নাই বুঝে তাহলে ৭০ শতাংশ লোক কীভাবে পিআর পদ্ধতি চায় সেটা আমার বুঝে আসে না।

“আমরা পিআর মানে মনে করি পাবলিক রিলেশন। আমরা পিআর মানে মনে করি জনসংযোগ। এখন সবাই জনসংযোগে আছে। সেই পিআরে আমরা বিশ্বাস করি। যারা প্রপোশনাল রিপ্রেজেন্টেশন মানি, পার্মানেন্ট রেস্টলেসনেস প্রতিষ্ঠা করতে চায় তারা সফল হবে না।”

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫