Logo
×

Follow Us

রাজনীতি

বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে অসদাচরণ বিতর্কে এনসিপি

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৫, ১৬:৪১

বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে অসদাচরণ বিতর্কে এনসিপি

বিমানবন্দরে উপস্থিত এনসিপির নেতা-কর্মীদের সঙ্গে সাংবাদিকদের বাগ্‌বিতণ্ডা

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের দ্বারা গণমাধ্যমকর্মীরা লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদ হিসেবে গণমাধ্যমকর্মীরা এনসিপির সংবাদ সম্মেলন বয়কট করেছেন। 

বৃহস্পতিবার সকাল ৮টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। দলের পক্ষ থেকে জানানো হয়, তাদের বহনকারী উড়োজাহাজ অবতরণের পর বিশেষ সংবর্ধনার আয়োজন করা হয়েছিল।

কিন্তু এ সময় বিমানবন্দরে উপস্থিত এনসিপির নেতা-কর্মীদের সঙ্গে সাংবাদিকদের বাগ্‌বিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং সাংবাদিকরা ক্ষুব্ধ হয়ে প্রোগ্রাম বয়কটের ঘোষণা দেন। ঘটনাটি তাৎক্ষণিকভাবে বড় ধরনের বিতর্ক সৃষ্টি করে।

এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক ও মিডিয়া সেলের সদস্য খান মুহাম্মদ মুরসালীন এক বিবৃতিতে বলেন, “সাংবাদিকদের সঙ্গে আমাদের নেতা-কর্মীদের আচরণ নিঃসন্দেহে দুঃখজনক ও নিন্দনীয়। ইতোমধ্যেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং দায়ী ব্যক্তিদের চিহ্নিত করার কাজ শুরু হয়েছে। প্রমাণ মিললেই তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”

গণ-অভ্যুত্থান-পরবর্তী সময়ে সাংবাদিক সমাজ এনসিপির অবিচ্ছেদ্য সহযাত্রী উল্লেখ করে বিবৃতিতে বলা হয় “ আমরা চাই না এই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক কোনোভাবে ক্ষুণ্ণ হোক। তাই ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে এনসিপি আরও সতর্ক থাকবে এবং দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে উদ্যোগী হবে।”

আখতার হোসেন ও তাসনিম জারা জাতিসংঘ অধিবেশনে যোগ দিয়ে বিভিন্ন আন্তর্জাতিক প্ল্যাটফর্মে জেন-জি প্রজন্মের রাজনৈতিক উত্থান, “বাংলা বসন্ত” আন্দোলনের নেতৃত্ব এবং বাংলাদেশের সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে মতবিনিময় করেছিলেন। দেশে ফেরার পর এ বিষয়গুলো সংবাদ সম্মেলনের মাধ্যমে তুলে ধরার কথা থাকলেও সাংবাদিকদের সঙ্গে অঘটনের কারণে সেটি স্থগিত করা হয়।

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন এবং অন্যান্য উচ্চপর্যায়ের বৈঠকে যোগ দিতে গত ২৩ সেপ্টেম্বর ঢাকা ছাড়েন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। তার সফরসঙ্গী হিসেবে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন ও যুগ্ম আহ্বায়ক তাসনিম জারা।

৯ দিনের সফর শেষে যুক্তরাষ্ট্র থেকে আজ তারা দেশে ফেরেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫