Logo
×

Follow Us

রাজনীতি

হেলালুজ্জামান তালুকদার লালুর বক্তব্যটি ব্যক্তিগত : বিএনপি

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৫, ১৭:১৩

হেলালুজ্জামান তালুকদার লালুর বক্তব্যটি ব্যক্তিগত : বিএনপি

একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া লাইভ সাক্ষাৎকারে হেলালুজ্জামান তালুকদার লালু বলেন, “সামনে খালেদা জিয়া রাষ্ট্রপতি এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন।”

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালুর ‘খালেদা জিয়া রাষ্ট্রপতি ও তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন’ শীর্ষক মন্তব্যকে তার ‘সম্পূর্ণ ব্যক্তিগত’ বলে জানিয়েছে দলটি।

বুধবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “এই মন্তব্য তার (হেলালুজ্জামান তালুকদার লালুর) একান্তই ব্যক্তিগত। দলের সিদ্ধান্ত বা নীতির সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।”

এর আগে এদিন দুপুরে একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া লাইভ সাক্ষাৎকারে হেলালুজ্জামান তালুকদার লালু বলেন, “সামনে খালেদা জিয়া রাষ্ট্রপতি এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন।”

বিএনপির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হেলালুজ্জামান তালুকদার লালু দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে আলোচনা না করেই ‘মনগড়া’ মন্তব্যটি করেছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, “দলের গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে মন্তব্য করার ক্ষেত্রে দলীয় সিদ্ধান্তের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। এ ধরনের মন্তব্যে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে।”

বিষয়টি স্পষ্ট করার জন্যই গণমাধ্যমের কাছে এই ব্যাখ্যা দেওয়া হয়েছে বলে জানায় বিএনপি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫