Logo
×

Follow Us

রাজনীতি

দেশে ফিরে নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন তারেক রহমান

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫, ১৬:৫৬

দেশে ফিরে নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন তারেক রহমান

ডেমোক্র্যাটিক লীগের উদ্যোগে প্রয়াত নেতা সাইফুদ্দিন আহমেদ মনির দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় আমান উল্লাহ আমান।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য দেশে ফিরে নির্বাচনি প্রচারণায় নেতৃত্ব দেবেন বলে জানিয়েছেন আমান উল্লাহ আমান।

সোমবার প্রেসক্লাবের ডেমোক্র্যাটিক লীগের উদ্যোগে প্রয়াত নেতা সাইফুদ্দিন আহমেদ মনির দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় আমান উল্লাহ আমান এসব কথা বলেন।

তিনি বলেন, “অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুস ঘোষণা করেছেন ২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন হবে… এই নির্বাচন ইনশাল্লাহ হবেই।”

আমান আরও বলেন, “এই নির্বাচনে আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে এসে এই নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং নির্বাচনের প্রচারণায় তিনিই থাকবেন, তিনিই নেতৃত্ব দেবেন।”

ফ্যাসিস্ট সরকার পতনের আন্দোলনে তারেক রহমানের ভবিষ্যদ্বাণী সঠিক প্রমাণিত হয়েছে দাবি করে তিনি বলেন, “আপনারা দেখবেন যে, তারেক রহমান যে কথাগুলি বলেছিল সেই কথাগুলি সত্য হয়েছে। যেমন, দুই একটা উদাহরণ দেবো আমি। তিনি বলেছিলেন, দেশ যাবে কোন পথে ফয়সালা হবে রাজপথে। ফয়সালা কিন্তু রাজপথেই হয়েছে।”

কোনো দলের নাম না নিয়ে, নির্বাচন বানচালের ষড়যন্ত্রের কথা উল্লেখ করে আমান বলেনে, “আজকে বাংলাদেশের নির্বাচন নিয়ে একটি দল ষড়যন্ত্র করছে চক্রান্ত করছে। স্বাধীনতার সময় যাদের বিতর্কিত ভূমিকা ছিল তারা আজকে পিআর পদ্ধতির নামে নির্বাচন বানচাল চেষ্টা করছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, নির্বাচন বানচাল করা যাবে না।”

তিনি আরও বলেন, “আজকে বিভিন্ন জায়গায় নির্বা্চন নিয়ে বাধার সৃষ্টি করা হচ্ছে এবং বিশেষ বিশেষ সময়ে বিশেষ বিশেষ বক্তব্য রেখে বিশেষ করে বিএনপিকে কটাক্ষ করে বক্তব্য রাখার চেষ্টা করা হচ্ছে।”

আমান বলেন, “আপনারা দীর্ঘ ১৬ বছরের আন্দোলন দেখেছেন, স্বৈরাচার বিরোধী, এরশাদ বিরোধী আন্দোলন দেখেছেন জিয়া পরিবার সবচেয়ে দুর্যোগে-দুর্বিপাকে-দুঃসময়ে জনগণের পাশে ছিল জিয়া পরিবার, জনগণের পাশে ছিলো বিএনপি।”

বিবিসি বাংলার এক সাক্ষাৎকারে তারেক রহমান জানিয়েছেন, তিনি আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নেবেন এবং ভোটের সময় দেশে থাকবেন বলে আশা করেন।

নির্বাচনের আগে দেশে থাকবেন কিনা জানতে চাইলে তিনি বলেন, “আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে স্বাভাবিক, নির্বাচনের সাথে রাজনৈতিক দল রাজনৈতিক কর্মীর একটি ওতপ্রত সম্পর্ক। কাজেই যেখানে একটি প্রত্যাশিত, জনগণের প্রত্যাশিত নির্বাচন হবে, সেই নির্বাচনের সময় কেমন করে দূরে থাকব? আমি সর্বোচ্চ চেষ্টা করব এবং ইনশাল্লাহ জনগণের সঙ্গে থাকব।”

অন্য অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন ডেমোক্র্যাটিক লীগের সহসভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক খোকন চন্দ্র দাস, ন্যাশনাল পিপলস পার্টির ফরিদুজ্জামান ফরহাদ, বিএনপির খায়রুল কবির খোকন, সাম্যবাদী দলের সৈয়দ নুরুল ইসলাম, গণদলের এটিএম গোলাম মাওলা চৌধুরী, গ্লোবাল বাংলাদেশীজ অ্যালায়েন্স ফর হিউম্যান রাইটসের আহ্বায়ক শামসুল আলম লিটন প্রমুখ।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫