Logo
×

Follow Us

রাজনীতি

শিক্ষকদের সংহতি জানাতে এ্যানির নেতৃত্বে বিএনপির দল

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৫, ১৫:১২

শিক্ষকদের সংহতি জানাতে এ্যানির নেতৃত্বে বিএনপির দল

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক–কর্মচারীদের আন্দোলনে সংহতি জানাতে আসবেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির নেতৃত্বে বিএনপির প্রতিনিধিদল।

সোমবার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে বেলা সাড়ে ১১টায় আসবেন বিএনপির এই প্রতিনিধিদল।

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরামের সভাপতি অধ্যক্ষ দেলাওয়ার হোসাইন আজিজী জানান, চলমান আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করতে আজ সকাল সাড়ে এগারোটায় শহীদ মিনারে আসবেন বিএনপির যুগ্ম মহাসচিব জনাব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় শিক্ষক সমাবেশে সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধও করেন তিনি।

গতকাল রবিবার দুপুরে ভুখা মিছিল শুরুর কথা থাকলেও কর্মসূচিটি পিছিয়ে বিকালে নেওয়া হয় বিএনপির মির্জা ফখরুলের সঙ্গে বৈঠকের কারণে। দুপুরে মির্জা ফখরুল শিক্ষকদের বৈঠকে আশ্বাস দেন ক্ষমতায় গেলে বিএনপি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করবে এবং ২০ শতাংশ বাড়িভাড়া ভাতা বিষয়ে সমাধানের চেষ্টা চালাবে।

ফখরুলের সাথে বৈঠক শেষে বিকালে ভুখা মিছিলে পুলিশি বাঁধা পেয়ে ফের শহীদ মিনারে ফিরেন শিক্ষকরা। পরে সন্ধ্যায় জাতীয়করণের দাবিতে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকরা সরকারের দেওয়া ৫ শতাংশ বাড়িভাড়া ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করে এর প্রতিবাদে সোমবার থেকে আমরণ অনশনের ঘোষণা দেন তারা।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫