Logo
×

Follow Us

রাজনীতি

যাদের পায়ের নিচে মাটি নেই তারাই পিআর চায়: আমান

Icon

কেরানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৫, ১৭:০৫

যাদের পায়ের নিচে মাটি নেই তারাই পিআর চায়: আমান

বক্তব্য রাখছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান।

যাদের পায়ের নিচে মাটি নেই তারাই পিআর পদ্ধতির নির্বাচন চায় বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আমান উল্লাহ আমান।

শুক্রবার বিকালে কেরানীগঞ্জ মডেল থানার কালিন্দী ইউনিয়ন বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। 

তিনি বলেন, “একটি দল ভোটের মাধ্যমে জান্নাতের টিকেট বিক্রি করছে। কিন্তু আল্লাহ ছাড়া কেউ জান্নাত দিতে পারে না। জনগণ আর এইগুলো খায় না।”

বিএনপির এই নেতা বলেন, “যারা পিআর পিআর করেছে তারা স্বাধীনতার বিপক্ষের শক্তি। তাদের নির্বাচনে ভরাডুবি হবে জেনেই নির্বাচন বানচাল করার চেষ্টা চালাচ্ছে।

আমান বলেন, “কোনো ষড়যন্ত্রই নির্বাচন আটকিয়ে রাখতে পারবে না। প্রধান উপদেষ্টার ঘোষিত আগামী ২০২৬ সালে ফেব্রুয়ারির প্রথম অধ্যায় যথাসময়ে জাতীয় নির্বাচন হবে।” 

কালেন্দি ইউনিয়ন বিএনপির সভাপতি মেহবুব হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইরফান ইবনে আমান অমি।

এতে উপস্থিত ছিলেন- কেরানীগঞ্জে মডেল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শামীম আহমেদ, সাধারণ সম্পাদক হাশমত উল্লাহ নবী, কেরানীগঞ্জমডেল উপজেলা যুবদলের সভাপতি আসাদুজ্জামান রিপন, কালেন্দী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. সেলিম রেজা আরও অনেকে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫