Logo
×

Follow Us

রাজনীতি

শাপলা’র সুযোগ নেই, এ সপ্তাহে এনসিপির জন্য ‘অন্য প্রতীক’

Icon

বিশেষ প্রতিনিধি

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৫, ১৭:৪৪

শাপলা’র সুযোগ নেই, এ সপ্তাহে এনসিপির জন্য ‘অন্য প্রতীক’

নির্বাচন কমিশনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইসি সচিব আখতার আহমেদ

তালিকায় না থাকায় জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ‘শাপলা’ প্রতীক দেওয়ার সুযোগ নেই। ফলে এই সপ্তাহের মধ্যে এনসিপিকে ‘অন্য প্রতীক’ দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ।

এ ক্ষেত্রে নির্বাচন কমিশন তফসিলভুক্ত যে কোনো প্রতীক ‘পছন্দ করে’ এনসিপিকে দেবে।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সোমবার সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে অবস্থান পরিষ্কার করেন ইসি সচিব।

তিনি বলেন, “প্রতীক বরাদ্দের ক্ষেত্রে আমাদের অবস্থান স্পষ্ট।”

যুক্তি দিয়ে ইসি সচিব বলেন, “প্রতীক বরাদ্দের সময় নিবন্ধনযোগ্য রাজনৈতিক দলগুলোর তালিকা প্রকাশের সঙ্গে প্রতীকের বিজ্ঞপ্তিও প্রকাশ করা হবে।”

তিনি বলেন, “আমাদের তফসিলে সেই (শাপলা) প্রতীক নেই। তফসিলে নেই। তাই আইনগতভাবে সেটি দেওয়া হয়নি। এটিই আমরা আগাগোড়া বলে আসছি। তফসিলে না থাকলে সেটি দেওয়ার সুযোগ নেই। এখন তফসিলে কেন অন্তর্ভুক্ত করা হয়নি, এটি কমিশন ভালো বলতে পারবে। আমার পক্ষে এটির জবাব দেওয়া সম্ভব না।”

গণভোট প্রসঙ্গে তিনি বলেন, “নির্বাচন কমিশনে এখনো পর্যন্ত কোনো গণভোট সম্পর্কিত তথ্য আসেনি। তাই অনুমানভিত্তিক কোনো মন্তব্য করা উচিত নয়। আমি এই বিষয়ে কিছু বলতে পারব না।”

‘দল নিবন্ধনে পিছিয়ে পড়েছি’

ইসি সচিব বলেন, “আমাদের কর্মপরিচালনার সঙ্গে আমরা দুটো বিষয়ে একটু পিছিয়ে পড়েছি। একটি হলো রাজনৈতিক দলের নিবন্ধন, আরেকটি হলো পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন।”

“রাজনৈতিক দলের নিবন্ধনের ব্যাপারে আমরা অতীতেও বলেছি, যে ২২টি রাজনৈতিক দলের প্রাথমিকভাবে বিবেচ্য মনে করেছি তাদের ব্যাপারে মাঠ পর্যায়ে বাকি আরও কিছু তথ্য সংগ্রহ করেছি। ইনশাল্লাহ চলতি সপ্তাহের মধ্যে চূড়ান্ত করতে পারব।”

তিনি বলেন, “এটি অত্যন্ত সত্য কথা যে, আমরা পিছিয়ে আছি। তবে আমাদের তাগিদও আছে। কিন্তু দুশ্চিন্তা করার মতো কোনো কারণ আছে বলে আমার মনে করি না। কেননা, যতটুটু সময় আছে আমরা ইনশাল্লাহ কাভার করে নিতে পারব।”

পর্যবেক্ষক সংস্থার নিবন্ধনের ব্যাপারে তিনি বলেন, “তাদের ব্যাপারেও তাই। পর্যবেক্ষক সংস্থার ব্যাপারে আপনাদের (সাংবাদিক) দেওয়া তথ্য সুন্দর হয়েছে। আমাদের জানার সীমাবদ্ধতায় আপনারা কিছু কিছু পূরণ করে দিয়েছেন। তবে শেষ বিচারে কয়টা দাঁড়াবে এটি এই মুহূর্তে বলা সম্ভব না। এটিও এই সপ্তাহের মধ্যে সম্পন্ন করার ব্যাপারে চেষ্টা করছি।”

বিএনপির চিঠির বিষয়ে করণীয় ঠিক করবে ইসি

জোটের মনোনীত প্রার্থীকে নিজ দলের প্রতীকে ভোট করার বিধান নিয়ে আপত্তি তুলেছে বিএনপি। দলটির পক্ষ থেকে আগের বিধান তথা জোটের যেকোনো দলের প্রতীকে ভোট করার সুযোগ দেওয়ার দাবি জানানো হয়েছে।

‎নির্বাচন কমিশনে আরপিও পুনরায় সংশোধনে বিএনপি’র দাবির বিষয়ে ইসি সচিব বলেন, “সংশোধিক আরপিও বর্তমানে আইন মন্ত্রণালয়ে রয়েছে, কমিশন পরবর্তীতে সিদ্ধান্ত নেবে।”

বিএনপি’র চিঠির ব্যাপারে ইসি সচিব বলেন, “উপদেষ্টা পরিষদে এটি অনুমোদিত হয়ে গিয়েছে। এখন এটি আইন মন্ত্রণালয়ের কাছে আছে। বিএনপির চিঠি নিয়ে কী করা যায়, কমিশন চিন্তা করবে।”

আরপিও সংশোধনের ব্যাপারে তিনি বলেন, “এটি একটা টেকনিক্যাল প্রশ্ন। আরপিও সংশোধনের আগে ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দীর্ঘমেয়াদী আলোচনা হয়েছে। কাজেই কোনো জায়গাতে সাংঘর্ষিক কিছু থাকলে সেটি আলোচনাতে আসত। সেটি উপস্থাপিত হতো। আমার জানামতে, এমন কোনো সাংঘর্ষিক অবস্থা হয়নি।”

তিনি জানান, নির্বাচন কমিশন আরপিও প্রস্তাবনাগুলো পাঁচটি দৃষ্টিকোণ থেকে বিবেচনা করেছে, যেগুলো স্বচ্ছ ও গ্রহণযোগ্য মনে হয়েছে, যেগুলো ভাষাগত বা সংখ্যাগতভাবে সামান্য সংশোধনযোগ্য। যেগুলো বিদ্যমান আইনে পর্যাপ্তভাবে নির্ধারিত এবং যেগুলো কমিশনের নিজস্ব বিবেচনায় সংশোধনযোগ্য মনে হয়েছে সেগুলো রাজনৈতিক ঐক্যমত ছাড়া সম্ভব নয়। এই পাঁচটি দিক বিবেচনা করেই সংশোধন প্রস্তাবনাটি উপদেষ্টা পরিষদে পাঠানো হয়েছে এবং তারা নীতিগত সম্মতি দিয়েছেন।

‎গত শনিবার রাতে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনার প্রসঙ্গে আখতার আহমেদ বলেন, এটা নিঃসন্দেহে অনাকাঙ্ক্ষিত ঘটনা। পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে এবং সংশ্লিষ্ট ব্যক্তিকে আটক করেছে। পুলিশ মামলা করেছে এবং তদন্ত করছে। যার কাজ, সে-ই করবে। কমিশন তার দায়িত্বেই মনোযোগ দিচ্ছে।

৯০-৯৫ শতাংশ কর্মপরিকল্পনা সম্পন্ন

‎নির্বাচনি প্রস্তুতির অগ্রগতি বিষয়ে কথা বলেন সচিব বলেন, “কর্মপরিকল্পনার ৯০ থেকে ৯৫ শতাংশ সম্পন্ন হয়েছে। রাজনৈতিক দল ও পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন এই সপ্তাহে সম্পন্ন হলে প্রস্তুতি শতভাগে পৌঁছাবে।”

‎নির্বাচন কমিশন পুনর্গঠনে এনসিপির দাবির বিষয়ে আখতার আহমেদ বলেন, “এই বিষয়ে আমার কোনো মন্তব্য নেই। রাজনৈতিক বিষয় কমিশনের এখতিয়ারের বাইরে।”

তিনি বলেন, “আমরা আমাদের সাংবিধানিক দায়িত্বের জায়গা থেকে কাজ করছি। সবাই সহযোগিতা করলে নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন সফলভাবে সম্পন্ন করা সম্ভব হবে।”

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫