কনুইকাণ্ডে ক্ষমা চাইলেন বিএনপি নেতা সালাম সিনিয়র সাংবাদিক ও বিএফইউজে নেতা মোদাব্বির হোসেনকে কনুই দিয়ে আঘাত করার ঘটনায় ক্ষমা চেয়েছেন বিএনপি নেতা আবদুস সালাম।
সিনিয়র সাংবাদিক ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নেতা মোদাব্বির হোসেনকে কনুই দিয়ে আঘাত করার ঘটনায় ক্ষমা চেয়েছেন বিএনপি নেতা আবদুস সালাম।
রবিবার ফোন করে দুঃখ প্রকাশ করেন তিনি।
মোদাব্বির বলেন, “দুই দিন আগে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় প্রেসক্লাবে এসেছিলেন। তার বিদায়ের সময় অন্যান্য সাংবাদিক নেতাদের সঙ্গে আমিও সেখানে যাই। আমি দাঁড়িয়েছিলাম। ঠিক তখনই আবদুস সালাম সাহেব কনুই দিয়ে আমার বুকে সজোরে আঘাত করেন।”
তিনি বলেন, “এতে আমি হতভম্ব হয়ে যাই। আমি শারীরিক ও মানসিকভাবে কষ্ট পেয়েছি। ঘটনার আকস্মিকতায় বাকরুদ্ধ হয়ে যাই।”
মোদাব্বির বলেন, “ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ভাইরাল হয়ে যায়। পরিপ্রেক্ষিতে রবিবার আবদুস সালাম সাহেব আমার কাছে ক্ষমা চান। ঘটনার পর বিভিন্ন মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। সাংবাদিক সহকর্মী ও দেশবাসী ক্ষোভ প্রকাশ করতে থাকেন।”
তিনি আরও বলেন, “আজও সালাম সাহেব প্রেসক্লাবে এসেছেন বলে আমি শুনেছি। আমি তাকে ক্ষমা করে দিয়েছি।”
