Logo
×

Follow Us

রাজনীতি

সমুদ্রবন্দর বিদেশিদের হাতে গেলে নিরাপত্তা হুমকি তৈরি হতে পারে: রিজভী

Icon

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫, ১৭:৪২

সমুদ্রবন্দর বিদেশিদের হাতে গেলে নিরাপত্তা হুমকি তৈরি হতে পারে: রিজভী

ব্য রাখছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

দেশের বন্দর, নদীবন্দর ও সমুদ্রবন্দর বিদেশি অপারেটরের হাতে গেলে তা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রবিবার পটুয়াখালী সদর উপজেলার বড় বিঘাই ইউনিয়নে অসহায় বৃদ্ধ দম্পতিকে আর্থিক সহযোগিতা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

বিএনপি নেতা বলেন, “স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সব চুক্তি গভীরভাবে পর্যালোচনা করা প্রয়োজন।”

শেখ হাসিনা সরকারের আমলে ভারতের আদানি গ্রুপের সঙ্গে করা বিদ্যুৎচুক্তি দেশের স্বার্থে নয়, বরং বিদেশি কোম্পানিকে লাভবান করার জন্য করা হয়েছিল বলেও মন্তব্য করেন তিনি।

এখনও মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের প্রতি আস্থা রাখেন জানিয়ে রিজভী বলেন, “কোনো অংশের অধিকার নেই জনগণের আস্থার জায়গা দুর্বল করার।”

অন্তর্বর্তী সরকারের যেসব বিষয়ে গুরুত্ব দেওয়া উচিত ছিল- তারা সেসব বিষয়ে কাজ করছে না বলে অভিযোগ করে রিজভী বলেন, “ডেঙ্গু পরিস্থিতি, নিত্যপণ্যের বাজার, কৃষকের উৎপাদন সংকট— এসব গুরুত্বপূর্ণ ইস্যুতে সরকারের আরও দায়িত্বশীল ভূমিকা নেওয়া প্রয়োজন।” 

পটুয়াখালীর বড়বিঘাই এলাকার এক বৃদ্ধ দম্পতির পরিবার সাত দিন ধরে না খেয়ে আছে— এমন খবর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজরে এলে ‘আমরা বিএনপি পরিবার’-এর পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হয়। রিজভী তাদের সহায়তা প্রদান করেন। 

একই দিন তিনি পটুয়াখালীর ছোট বিঘাই ইউনিয়ন, আশ্রয়কেন্দ্র ও বিভিন্ন স্থানে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করেন এবং সরকারের নানা কর্মকাণ্ডের সমালোচনা করেন।

এসময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান টোটন, আহ্বায়ক আতিকুর রহমান রুমন, সদস্য সচিব মোকছুদুল মোমেন মিঠুনসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫