আগামী নির্বাচনে ভোট দেবেন ১২ কোটি ৭৬ লাখ মানুষ। ফাইল ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। চূড়ান্ত তালিকা অনুযায়ী মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন।
মঙ্গলবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
তিনি জানান, ৩১ অক্টোবর ২০২৫-এর মধ্যে যাদের বয়স ১৮ পূর্ণ হয়েছে, তারা এই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন এবং প্রথমবার ভোট দেওয়ার যোগ্যতা অর্জন করেছেন।
লিঙ্গভিত্তিক ভোটার সংখ্যা-পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ জন এবং নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ জন ও তৃতীয় লিঙ্গের ১ হাজার ২৩৪ জন।
ইসি জানায়, পুরুষ ভোটার বৃদ্ধির হার ২ দশমিক ২৯ শতাংশ এবং নারী ভোটার বৃদ্ধির হার ৪ দশমিক ১৬ শতাংশ। মোট ভোটার বৃদ্ধির হার ৩ দশমিক ২ শতাংশ।
৩ নভেম্বর প্রকাশিত খসড়া তালিকায় মোট ভোটার ছিলেন ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪ জন। চূড়ান্ত তালিকায় সংখ্যা কিছুটা বেড়েছে। খসড়া অনুযায়ী পুরুষ ভোটার ছিলেন ৬ কোটি ৪৭ লাখ ৬০ হাজার ৩৮২ জন, নারী ৬ কোটি ২৮ লাখ ৫০ হাজার ৭৭২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ছিলেন ১ হাজার ২৩০ জন।
এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশন দায়িত্ব নেওয়ার পর প্রথম হালনাগাদ তালিকা চূড়ান্ত হয় ২ মার্চ। এরপর দ্বিতীয় ধাপে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের মাধ্যমে আগস্টে হালনাগাদ করা হয়। তৃতীয় দফায় নতুন ভোটার নিবন্ধনের সুযোগ ছিল ৩১ অক্টোবর পর্যন্ত। সেই প্রক্রিয়া শেষে মঙ্গলবার চূড়ান্ত ভোটার তালিকা ঘোষণা করে ইসি।
