Logo
×

Follow Us

রাজনীতি

ধর্মীয় ইস্যুতে যারা আমার বিরুদ্ধে বলে, তারা রাজাকার: ফজলুর রহমান

Icon

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৫, ১৬:৪০

ধর্মীয় ইস্যুতে যারা আমার বিরুদ্ধে বলে, তারা রাজাকার: ফজলুর রহমান

বিএনপির সমাবেশে চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান।

ধর্মীয় বিষয়ে তাকে নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে দাবি করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও কিশোরগঞ্জ-৪ (ইটনা–মিঠামইন–অষ্টগ্রাম) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ফজলুর রহমান।

তিনি বলেন, “ধর্মের ইস্যুতে যারা আমার বিরুদ্ধে কথা বলে- তারা মিথ্যাবাদী, বেইমান, বিশ্বাসঘাতক, রাজাকার ও স্বাধীনতাবিরোধী।”

শুক্রবার সন্ধ্যায় ইটনা উপজেলার রায়টুটী ইউনিয়নের রাজী ঈদগাহ মাঠে আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।

নিজেকে ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী দাবি করে ফজলুর রহমান বলেন, “আমি মুসলমানের ঘরে জন্মেছি। পাঁচ বছর বয়সে বাবা আমাকে মসজিদ ও মাদ্রাসায় পাঠিয়েছেন। অ, আ শেখার আগে আলিফ, বা, তা শিখেছি।”

তিনি বলেন, “তার বিরুদ্ধে ধর্মীয় অপপ্রচার ছড়ানো হচ্ছে, তবে এ অপপ্রচার তথ্যগতভাবে ভিত্তিহীন।”

বিএনপির এই প্রার্থী অভিযোগ করে বলেন, “জামায়াতে ইসলামী সম্প্রতি মুক্তিযুদ্ধ নিয়ে আপত্তিকর বক্তব্য দিয়েছে। যারা বলে ১৯৭১ কোনো যুদ্ধ ছিল না, বাংলাদেশ মানে না- আমি তাদের বিরুদ্ধে। পাকিস্তান থেকে কেউ এলে যারা মনে করে বড় জ্যাঠা এসেছে- আমি তাদের বিরুদ্ধে।”

তিনি আরও বলেন, “মুক্তিযুদ্ধ খারাপ হওয়ার প্রশ্নই আসে না। ৩০ লাখ মানুষ নিহত হলো, ২ লাখ মা-বোন নির্যাতিত হলো, দেশ পুড়ে ছারখার হলো- এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই।”

নিজের মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে ফজলুর রহমান বলেন, “২৩ বছর বয়সে বাংকারে থেকে যুদ্ধ করেছি। স্বপ্ন দেখতাম, দেশ স্বাধীন হলে পূর্ব আকাশে রক্তিম সূর্য উঠবে, বাঙালিরা নিজেদের দেশে মাথা উঁচু করে বাঁচবে।”

বিএনপির এই নেতা বলেন, “আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ডাক দিয়েছিলেন। আমি সেই দল করি। শহীদ জিয়া সেক্টর কমান্ডার ছিলেন। শহীদ জিয়া ব্রিগেড কমান্ডার ছিলেন। শহীদ জিয়া রাষ্ট্রপতি ছিলেন। সেই শহীদ জিয়া বিএনপি গড়েছেন। আমি যে দলটা করি সেটা হলো মুক্তিযোদ্ধার দল।”

সভায় জেলা ও উপজেলা বিএনপির বেশ কয়েকজন নেতাও বক্তব্য দেন। তাদের মধ্যে ছিলেন- জেলা বিএনপির সাবেক সহসভাপতি উম্মে কুলসুম রেখা, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রতন, ইটনা উপজেলা বিএনপির সভাপতি এসএম কামাল হোসেন, সাধারণ সম্পাদক সিদ্দিকুজ্জামান ঠাকুর স্বপন, সিনিয়র সহসভাপতি মনির হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক পলাশ রহমান ও সোমেশ কুমার গোপ, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম জুয়েলসহ স্থানীয় নেতারা।

ইউনিয়ন বিএনপির সভাপতি এলিম হোসেন সভায় সভাপতিত্ব করেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫